রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবি হয়েছে নৌকা প্রার্থীদের। দুই উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
জানা গেছে, সাবেক্ষং এবং ঘিলাছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের কোনো প্রার্থী ছিল না। বাকি আটটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছে নৌকার প্রার্থীরা। এর মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে তাঁরা।
রাঙামাটির বুড়িঘাটে স্বতন্ত্র প্রার্থী প্রমোদ খীসা, নানিয়ারচরে স্বতন্ত্র প্রার্থী বাপ্পী চাকমা, সাবেক্ষংয়ে স্বতন্ত্র প্রার্থী সুপন চাকমা ওরফে সুশীল জীবন, ঘিলাছড়িতে স্বতন্ত্র প্রার্থী অমল কান্তি চাকমা, সাপছড়িতে স্বতন্ত্র প্রার্থী প্রবীণ চাকমা, মগবানে স্বতন্ত্র প্রার্থী পুষ্প রঞ্জন চাকমা, জীবতলিতে স্বতন্ত্র প্রার্থী সুদত্ত কারবারি, বন্দুক ভাঙাতে স্বতন্ত্র প্রার্থী অমর চাকমা, কুতুকছড়িতে স্বতন্ত্র প্রার্থী কানন চাকমা জয় পেয়েছেন।
নৌকা প্রতীকের একজন প্রার্থী নির্বাচনে জয় পেয়েছেন। বালুখালী ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অমর কুমার চাকমা।
জেলা প্রশাসনের তথ্য থেকে জানা যায়, ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যকটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল। তাঁদের সহায়তা করতে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী মোতায়েন ছিল। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়নি।’
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে দলের কিছু দুর্বলতার কারণে দলের প্রার্থীদের পরাজয় ঘটেছে।
উল্লেখ্য, দুই উপজেলার মোট ৯০টি ভোট কেন্দ্রে ভোটার ছিল ৬৭ হাজার ৪৮ জন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন ৩৮ জন। সাধারণ সদস্য ২২১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়েছেন ৬৯ জন।
রাঙামাটিতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবি হয়েছে নৌকা প্রার্থীদের। দুই উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতেই বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
জানা গেছে, সাবেক্ষং এবং ঘিলাছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের কোনো প্রার্থী ছিল না। বাকি আটটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছে নৌকার প্রার্থীরা। এর মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে তাঁরা।
রাঙামাটির বুড়িঘাটে স্বতন্ত্র প্রার্থী প্রমোদ খীসা, নানিয়ারচরে স্বতন্ত্র প্রার্থী বাপ্পী চাকমা, সাবেক্ষংয়ে স্বতন্ত্র প্রার্থী সুপন চাকমা ওরফে সুশীল জীবন, ঘিলাছড়িতে স্বতন্ত্র প্রার্থী অমল কান্তি চাকমা, সাপছড়িতে স্বতন্ত্র প্রার্থী প্রবীণ চাকমা, মগবানে স্বতন্ত্র প্রার্থী পুষ্প রঞ্জন চাকমা, জীবতলিতে স্বতন্ত্র প্রার্থী সুদত্ত কারবারি, বন্দুক ভাঙাতে স্বতন্ত্র প্রার্থী অমর চাকমা, কুতুকছড়িতে স্বতন্ত্র প্রার্থী কানন চাকমা জয় পেয়েছেন।
নৌকা প্রতীকের একজন প্রার্থী নির্বাচনে জয় পেয়েছেন। বালুখালী ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অমর কুমার চাকমা।
জেলা প্রশাসনের তথ্য থেকে জানা যায়, ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যকটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল। তাঁদের সহায়তা করতে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী মোতায়েন ছিল। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়নি।’
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে দলের কিছু দুর্বলতার কারণে দলের প্রার্থীদের পরাজয় ঘটেছে।
উল্লেখ্য, দুই উপজেলার মোট ৯০টি ভোট কেন্দ্রে ভোটার ছিল ৬৭ হাজার ৪৮ জন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন ৩৮ জন। সাধারণ সদস্য ২২১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়েছেন ৬৯ জন।
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৪) হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। তাঁরা কেউই মামলার এজাহারনামীয় আসামি নন।
১৩ মিনিট আগেরাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে (২২) হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
৪২ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে হারুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মূল গেট বন্ধ করে দিয়েছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছেন। এতে ডিএই–এর অনেক কর্মকর্তা অফিসে ঢুকতে পারেননি।
১ ঘণ্টা আগে