Ajker Patrika

কুবি সমন্বকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম পার হলেও পদত্যাগ করেনি কেউ

কুবি প্রতিনিধি
কুবি সমন্বকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম পার হলেও পদত্যাগ করেনি কেউ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারিসহ চারজনকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা। তবে তাঁদের দেওয়া সময়সীমা পার হলেও পদত্যাগ করেনি কেউ। 

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় সংবাদ সম্মেলন করে এই আল্টিমেটাম দেন তাঁরা। 

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনের পদত্যাগ চেয়েছেন। 

এ বিষয়ে সমন্বয়ক রুবেল হোসেন বলেন, ‘আমাদের আল্টিমেটাম পার হয়ে গেলেও যদি তারা পদত্যাগ না করে তাহলে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। তাদের বাসভবন বা অফিস ঘেরাও করা হবে।’ 

একই বিষয়ে আরেক সমন্বয়ক আবু রায়হান বলেন, ‘তারা যদি পদত্যাগ না করে তাহলে তাদের কার্যালয় এবং বাসভবন ঘেরাও করা হবে। এতেও যদি হয় তাহলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের নামানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত