লক্ষ্মীপুর প্রতিনিধি
তৃতীয় ধাপে চলছে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন পরিষদ। শহরের লক্ষ্মীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রে সাড়ে ১০টা পর্যন্ত দেড় ঘণ্টায় ভোট পড়েছে ১৩টি। এর মধ্যে একটি বুথে পড়েছে মাত্র একটি ভোট। অথচ এই কেন্দ্রে ২ হাজার ৯৭৪ জন ভোটার রয়েছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশুতোষ চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন।
একই বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৮৫টি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কাউছার আলম এ তথ্য জানান। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৮৪৫ জন।
এদিকে শহরের এন আহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা, শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়, বাংগা খাঁ উচ্চবিদ্যালয়, পালপাড়া উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম। তবে নারী ভোটার কিছু থাকলেও পুরুষ ভোটার রয়েছেন হাতে গোনা। ভোট শুরুর পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু ভোটার এলেও লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়নি।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১৯২টি কেন্দ্রে ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন ভোটার রয়েছেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ বি সিদ্দিক বলেন, প্রতি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। চার প্লাটুন বিজিবি ও র্যাব সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নিয়োজিত রয়েছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছেন। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তৃতীয় ধাপে চলছে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন পরিষদ। শহরের লক্ষ্মীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রে সাড়ে ১০টা পর্যন্ত দেড় ঘণ্টায় ভোট পড়েছে ১৩টি। এর মধ্যে একটি বুথে পড়েছে মাত্র একটি ভোট। অথচ এই কেন্দ্রে ২ হাজার ৯৭৪ জন ভোটার রয়েছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশুতোষ চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন।
একই বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৮৫টি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কাউছার আলম এ তথ্য জানান। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৮৪৫ জন।
এদিকে শহরের এন আহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা, শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়, বাংগা খাঁ উচ্চবিদ্যালয়, পালপাড়া উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম। তবে নারী ভোটার কিছু থাকলেও পুরুষ ভোটার রয়েছেন হাতে গোনা। ভোট শুরুর পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু ভোটার এলেও লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়নি।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১৯২টি কেন্দ্রে ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন ভোটার রয়েছেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ বি সিদ্দিক বলেন, প্রতি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। চার প্লাটুন বিজিবি ও র্যাব সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নিয়োজিত রয়েছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছেন। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়ভাবে ‘হোমিও চিকিৎসক’ হিসেবে পরিচিত মোসলেম আলির একটি দোকান রয়েছে, যার নাম ‘মাতৃশোধন হোমিও ফার্মেসি’। পুলিশ জানায়, ফার্মেসির আড়ালে তিনি বাড়িতে বসে এলকোলি নামের মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি মিশিয়ে মদ তৈরি করতেন। শনিবার রাতে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
২৫ মিনিট আগেশনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
৩০ মিনিট আগেসোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
৬ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৬ ঘণ্টা আগে