ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে পৌর এলাকার ওয়ালী উল্যাহ ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। দুই ভাইয়ের মৃত্যুর খবরে এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
এ ঘটনায় মৃত দুই ভাই হলেন, ওই বাড়ির মৃত বিল্লাল হোসেনের বড় ছেলে তারেকুল ইসলাম রুবেল (২৬) ও ছোট ছেলে সোহেল হোসেন (২৪)।
সরেজমিনে গিয়ে জানা যায়, আজ সকাল নিজ বাড়ির পশ্চিম পাশে নিজের চাষকৃত মাছের ঘের দেখতে যান তারেকুল ইসলাম রুবেল। সেখান থেকে ২ ঘণ্টায় ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে তাঁকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেক ভাই সোহেল হোসেন (২৪) বাড়ির সামনে ভাইয়ের লাশ দেখে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। এ অবস্থায় দুজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তবে কি কারণে বড় ভাই তারেকুল ইসলাম রুবেলের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মুজাম্মেল হোসেন জানিয়েছেন, সকাল ৮টা ৪৫ মিনিটে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে চেকআপ করে মৃত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। পরবর্তীতে থানা-পুলিশের কাছে তাঁদের মরদেহ হস্তান্তর করা হয়।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘আমরা দুজনের মরদেহ উদ্ধার করেছি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও তাঁর স্বজনরা ছোট ভাই সোহেলর স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার কারণে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। রুবেলের মৃত্যুর কারণ নিশ্চিত করা জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে পৌর এলাকার ওয়ালী উল্যাহ ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। দুই ভাইয়ের মৃত্যুর খবরে এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
এ ঘটনায় মৃত দুই ভাই হলেন, ওই বাড়ির মৃত বিল্লাল হোসেনের বড় ছেলে তারেকুল ইসলাম রুবেল (২৬) ও ছোট ছেলে সোহেল হোসেন (২৪)।
সরেজমিনে গিয়ে জানা যায়, আজ সকাল নিজ বাড়ির পশ্চিম পাশে নিজের চাষকৃত মাছের ঘের দেখতে যান তারেকুল ইসলাম রুবেল। সেখান থেকে ২ ঘণ্টায় ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে তাঁকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেক ভাই সোহেল হোসেন (২৪) বাড়ির সামনে ভাইয়ের লাশ দেখে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। এ অবস্থায় দুজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তবে কি কারণে বড় ভাই তারেকুল ইসলাম রুবেলের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মুজাম্মেল হোসেন জানিয়েছেন, সকাল ৮টা ৪৫ মিনিটে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে চেকআপ করে মৃত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। পরবর্তীতে থানা-পুলিশের কাছে তাঁদের মরদেহ হস্তান্তর করা হয়।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘আমরা দুজনের মরদেহ উদ্ধার করেছি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও তাঁর স্বজনরা ছোট ভাই সোহেলর স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার কারণে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। রুবেলের মৃত্যুর কারণ নিশ্চিত করা জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে তাঁর ক্যাম্পাসের সামনেই নৃশংসভাবে কুপিয়ে, পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অ-ছাত্র, কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের মধ্যে ১১ জনকে শনাক্ত করেছে পুলিশ।
১ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
৯ মিনিট আগেপাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
১২ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
২১ মিনিট আগে