Ajker Patrika

সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টা, আটক ২ 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১১: ৫৫
সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টা, আটক ২ 

লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি পাঠ্যবইসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। এ সময় একটি পিকআপ ভ্যানসহ প্রায় ১০ হাজার বই জব্দ করা হয়। গতকাল শনিবার বিকেলে উপজেলার হাজীপাড়া আল আরাফাহ দারুল উলুম দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আটকেরা হলেন পিকআপচালক বিশাল ও বইয়ে ক্রেতা মোশারফ হোসেন। এদিকে ঘটনার পর থেকে মাদ্রাসার সুপার মো. নুরুল আমিন পলাতক রয়েছেন।

এলাকাবাসী ও আটক ব্যক্তিরা জানান, ওই মাদ্রাসার সুপার নুরুল আমিন বই ক্রেতা মোশারফ হোসেনকে মুঠোফোনে পুরোনো কাগজ বিক্রির প্রস্তাব দেন। সে অনুযায়ী শনিবার তিনি পিকআপ নিয়ে ওই মাদ্রাসায় আসেন। পরে ২০ হাজার টাকার বিনিময়ে মাদ্রাসার সহকারী শিক্ষক ও সুপারের ভাগিনা মো. সোলাইমান অফিসরুমের তালা খুলে বইগুলো পিকআপে তুলে দেন।

এ বিষয়ে কথা বলার জন্য মাদ্রাসার সুপার সহকারী শিক্ষক ও সুপারের ভাগিনা সোলাইমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান জানান, সরকারি বই কেনাবেচার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বিপুল পরিমাণ বইসহ পিকআপ ভ্যান জব্দ করা হয়। জব্দ বই থানা হেফাজতে রয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত