Ajker Patrika

সাপ নিয়ে হাসপাতালে হাজির সাপেকাটা রোগী

বান্দরবান প্রতিনিধি
সাপ নিয়ে হাসপাতালে হাজির সাপেকাটা রোগী

বান্দরবানে সাপের কামড় খেয়ে জীবিত সাপ ধরে নিয়ে হাসপাতালে গিয়ে হাজির হয়েছেন সৈকত আলী (৩৪) নামের এক যুবক। আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর হাসপাতালে এই ঘটনা ঘটেছে।

সৈকত আলী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শীলঘাটা এলাকার কবির আহম্মদের ছেলে।

আহত সৈকত আলীর ভাগনে মো. জিন্নাত আলী বলেন, ‘মামা সকালে শ্রমিকের কাজ করতে যান। সেখানে বাঁশের আঁটি কাঁধে নিলে তাতে থাকা একটি সাপ মামার ঘাড়ে কামড় দেয়। এ সময় সাপটি ধরে ফেলেন তিনি। পরে সাপটি কৌটায় ভরে তিনি বান্দরবান হাসপাতালে যান।’

সাপ নিয়ে হাসপাতালে হাজির সাপেকাটা রোগী। ছবি: সংগৃহীতবান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক কাউছার সুলতানা বলেন, সাপেকাটা রোগীকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সাপটি অতি বিষাক্ত নয় বলে ধারণা করা হচ্ছে।

গত আগস্ট থেকে চলতি মাস পর্যন্ত বান্দরবান সদর হাসপাতালে অন্তত ১০ জন সাটে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত