Ajker Patrika

বান্দরবানে কিশোরীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন 

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৫: ৩৯
বান্দরবানে কিশোরীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন 

বান্দরবানে কিশোরীকে ধর্ষণের মামলায় আলতাজ উদ্দিন (৩৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম জেবুন্নাহার আয়শা এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আলতাজ উদ্দিন জেলার লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের কাঁঠালছড়া এলাকার জকির আহাম্মদের ছেলে। 

মামলায় জানা গেছে, দীর্ঘদিন ধরে আলতাজ উদ্দিন প্রতিবন্ধী ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ নিয়ে সামাজিকভাবে বৈঠক হয়। বৈঠকে আলতাজ উদ্দিন প্রতিবন্ধী কিশোরীকে ভবিষ্যতে উত্ত্যক্ত না করার প্রতিশ্রুতি দেন। পরে ২০২১ সালের ৮ ডিসেম্বর ওই কিশোরীর নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণ করেন। ওই দিন বিকেলে কিশোরীর মা বাড়িতে ফিরে বিষয়টি জানলে তিনি লামা থানায় বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত রোববার এই আদেশ দেন। 

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযুক্ত আলতাজ উদ্দিন দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত