চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। আজ সোমবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
সরকারি নিষেধাজ্ঞা মেনে জাটকা ধরা থেকে বিরত থাকায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের মধ্যে এই চাল বিতরণের কথা ছিল।
আহত ব্যক্তিরা হলেন ইউনিয়নের বহরিয়া এলাকার আক্কাস খান, সুফিয়ান, আফজাল খান, বোরহান, রাব্বি গাজী, মুকসুদ মিজি, মহসীন মিজি, জায়েদ মিজি, মমিন হাওলাদার ও মন্টু মিজি। তাঁরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বহরিয়া বাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মুকসুদ মিজি বলেন, ‘গতকাল (রোববার) থেকে জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া আজ (সোমবার) ৭ নম্বর ওয়ার্ড লোকদের আসতে নিষেধ করেন। এ জন্য জেলেরা কেউ আসেননি। কিন্তু দূরে দাঁড়িয়ে দেখা গেছে, নুরু ভূঁইয়ার লোকজন যাঁদের কোনো জেলে কার্ড নেই, তাঁরা চালের বস্তা নিয়ে যাচ্ছেন। তখন এই কাজে বাধা দিলে মারামারি হয়।’
ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া বলেন, ‘আমরা গতকালও উপস্থিত থেকে চাল বিতরণ করেছি। তখন ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন ঝামেলা সৃষ্টি করেছেন। তাঁদের আজকে আসতে নিষেধ করেছি। কিন্তু তাঁরাই আজকে এখানে হামলা ও মারামারির সৃষ্টি করেছেন। জেলে কার্ড ছাড়া চাল নিয়ে যাওয়াসহ আমার বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে, এগুলো সঠিক না।’
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় কয়েকজন হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে রাব্বি নামের একজনের মাথায় টেঁটা বিদ্ধ ছিল। তাঁকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে। একজন এখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ মুকবুল হোসেন বলেন, ‘চাল বিতরণকালে আমি পরিষদের দ্বিতীয় তলায় ছিলাম। এ সময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে দিই এবং চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। তবে কী নিয়ে বাইরে মারামারি হয়েছে, তা জানি না। চাল দেওয়া বন্ধ রয়েছে।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় বহরিয়া এলাকায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় দুই পক্ষের লোকজন কাচের বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
চাঁদপুর সদর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। আজ সোমবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
সরকারি নিষেধাজ্ঞা মেনে জাটকা ধরা থেকে বিরত থাকায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের মধ্যে এই চাল বিতরণের কথা ছিল।
আহত ব্যক্তিরা হলেন ইউনিয়নের বহরিয়া এলাকার আক্কাস খান, সুফিয়ান, আফজাল খান, বোরহান, রাব্বি গাজী, মুকসুদ মিজি, মহসীন মিজি, জায়েদ মিজি, মমিন হাওলাদার ও মন্টু মিজি। তাঁরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বহরিয়া বাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মুকসুদ মিজি বলেন, ‘গতকাল (রোববার) থেকে জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া আজ (সোমবার) ৭ নম্বর ওয়ার্ড লোকদের আসতে নিষেধ করেন। এ জন্য জেলেরা কেউ আসেননি। কিন্তু দূরে দাঁড়িয়ে দেখা গেছে, নুরু ভূঁইয়ার লোকজন যাঁদের কোনো জেলে কার্ড নেই, তাঁরা চালের বস্তা নিয়ে যাচ্ছেন। তখন এই কাজে বাধা দিলে মারামারি হয়।’
ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া বলেন, ‘আমরা গতকালও উপস্থিত থেকে চাল বিতরণ করেছি। তখন ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন ঝামেলা সৃষ্টি করেছেন। তাঁদের আজকে আসতে নিষেধ করেছি। কিন্তু তাঁরাই আজকে এখানে হামলা ও মারামারির সৃষ্টি করেছেন। জেলে কার্ড ছাড়া চাল নিয়ে যাওয়াসহ আমার বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে, এগুলো সঠিক না।’
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় কয়েকজন হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে রাব্বি নামের একজনের মাথায় টেঁটা বিদ্ধ ছিল। তাঁকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে। একজন এখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ মুকবুল হোসেন বলেন, ‘চাল বিতরণকালে আমি পরিষদের দ্বিতীয় তলায় ছিলাম। এ সময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে দিই এবং চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। তবে কী নিয়ে বাইরে মারামারি হয়েছে, তা জানি না। চাল দেওয়া বন্ধ রয়েছে।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় বহরিয়া এলাকায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় দুই পক্ষের লোকজন কাচের বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শিক্ষক অনিন্দিতা দত্তকে হেনস্তাচেষ্টার ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ সোমবার অনিন্দিতা নিজেই এ জিডি করেন।
১ ঘণ্টা আগেচাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে এক নবজাতকের জন্ম হয়েছে। গতকাল রোববার সাদিয়া আক্তার নামের এক প্রসূতি এই মেয়েসন্তানের জন্ম দেন।
১ ঘণ্টা আগেএক পা নেই বৃদ্ধ হিসাব উদ্দীনের (৬০)। তারপরও ২ হাজার টাকা বেতনে একটি চাতাল পাহারা এবং ছেলেকে নিয়ে অন্যের জমি বর্গায় চাষাবাদ করে দিন যাচ্ছিল তাঁর। কিন্তু আগুনে নিমেষে ধ্বংস হয়ে গেল তাঁর তিলে তিলে গড়া ঘরবাড়ি। সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে পরিবারটি। ঘটনার বিহ্বলতায় হিসাব উদ্দীনের স্ত্রী মাসুদা বেগম
১ ঘণ্টা আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের চামুছির শিয়ার অদূরে ২ দফা স্থলমাইন বিস্ফোরণে একটি কুকুর ও একটি বন্য শূকর মারা গেছে। আজ সোমবার বিকেলে ও রাতে পৃথক এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে