Ajker Patrika

চট্টগ্রামে বিজয় দিবসে র‍্যালি করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিজয় দিবসে র‍্যালি করেছে বিএনপি

ঢাকায় ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর অনেকটা আত্মগোপনে গিয়েছিলেন বিএনপি নেতা-কর্মীরা। এরইমধ্যে অনেকে হয়েছেন বিভিন্ন মামলায় গ্রেপ্তার। এরপর গত প্রায় দেড় মাস হরতাল-অবরোধ কর্মসূচি পালন করলেও চট্টগ্রামে প্রকাশ্যে কোনো মিছিল-সমাবেশে দেখা যায়নি।

আজ শনিবার নগরের এনায়েত বাজার মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসের বিজয় র‍্যালি বের করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান।

নোমান বলেন, ‘নদীর জোয়ার বালির বাঁধ দিয়ে থামানো যায় না। শহীদদের রক্তাক্ত সংগ্রামে আমরা এগিয়ে যাচ্ছি, লড়াই করছি। বালির বাঁধ ভেঙে আমরা জোয়ারের বাঁধ গড়ে তুলেছি। আমরা আজ এখানে নতুন করে সংগ্রাম শুরু করব। সে লড়াই হবে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে। আমাদের দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কারাগারে আছেন। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে।’

বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে মহানগর বিএনপির হাজারো নেতা কর্মীরা এনায়েত বাজার মোড়ে সমবেত হন। সেখানে সমাবেশ শেষে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এক বিশাল বিজয় র‍্যালী নিয়ে জুবলি রোড, তিন পুলের মাথা হয়ে নিউমার্কেট সংলগ্ন অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান।

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক।

বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

অতিরিক্ত কসমেটিকস আনলেন বিমানবালা, মুচলেকা দিয়ে ছাড়া

ট্রাম্পের গোপন অডিও ফাঁস: মস্কো-বেইজিংয়ে বোমা মারার হুমকি পুতিন ও সিকে

চীন-পাকিস্তান-বাংলাদেশের স্বার্থ মিলে গেলে ভারতের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে: জেনারেল অনিল চৌহান

নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত