Ajker Patrika

ইবির লালন শাহ হলে রাত সাড়ে ১২টার পর গেট বন্ধ থাকবে

ইবি প্রতিনিধি 
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়ে গেট বন্ধ রাখার সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে হল প্রশাসন। বুধবার (৯ জুলাই) লালন শাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত হলের প্রধান ফটক তালাবদ্ধ থাকবে। বিশেষ প্রয়োজন বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না থাকলে এই সময়ে কেউ হলের বাইরে বা ভেতরে যেতে পারবে না। তবে জরুরি প্রয়োজনে ডিউটিতে নিয়োজিত আনসারকে হল কার্ড দেখিয়ে অনুমতি নিয়ে প্রবেশ বা প্রস্থান করানো যাবে।

এ বিষয়ে লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, ‘হল বন্ধের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট নই। শিগগিরই আমরা এ নিয়মের বিরুদ্ধে একটি স্মারকলিপি প্রভোস্ট স্যারকে দেব।’

লালন শাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, ‘আমাদের হলগুলোতে সারা রাত গেট খোলা থাকে এবং গেট খোলা অবস্থাতেই আনসার গেস্টরুমে গিয়ে ঘুমায়। ফলে বলা যায়, পুরো রাতই হল অরক্ষিত থাকে। বিষয়টি অনেক ছাত্রের নজরে আসে এবং তারাই বিষয়টির সুরাহা চায়।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাত ১২টা ৩০ মিনিটে গেট বন্ধ থাকবে এবং আনসার গেটের পাশে অবস্থান করবে। এটি ছাত্রদের নিরাপত্তার কথা চিন্তা করেই করা হয়েছে। যদি শিক্ষার্থীরা এটি না চায়, তবে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত