Ajker Patrika

রাজধানীতে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক, ঢাকা  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বকশীবাজার পলাশী রোডের ফুটপাত থেকে অজ্ঞাত (০১ দিন) বয়সের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালের দিকে পলাশী রোডের বুয়েট আহসানউল্লাহ হলের দেয়াল সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, বিকালে খবর পেয়ে বুয়েট আহসানউল্লাহ হলের দেয়াল সংলগ্ন ফুটপাত থেকে ওই ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি কালো পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।

এসআই আরও জানান, কে বা কারা নবজাতকের মরদেহটি পলিথিন দিয়ে মুড়িয়ে করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত