Ajker Patrika

যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মেয়েসহ দগ্ধ বাবা-মা

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১২: ০৬
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন—রিপন (৪০), তাঁর স্ত্রী ইতি (৩০) ও তাঁদের ৩ বছর বয়সী মেয়ে রাফিয়া। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ আর শিশুটির ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থায়ই আশঙ্কাজনক।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসা গলির একটি ছয়তলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, রাত পৌনে ২টার দিকে বিকট একটি শব্দ পান তাঁরা। এরপর ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে ছুটে যান। গিয়ে দেখেন, তিনজনের শরীর পুড়ে গেছে। বাসার দরজা-জানালা ভেঙে গেছে। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, তাদের ধারণা, লিকেজের কারণে বাসায় গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত