Ajker Patrika

দুর্গাপুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন বিএসফের

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 
পুশইন করা ব্যক্তিদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ (হিজড়া) ও ২ জন পুরুষ। ছবি: আজকের পত্রিকা
পুশইন করা ব্যক্তিদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ (হিজড়া) ও ২ জন পুরুষ। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও দুজন পুরুষ রয়েছেন। বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় পুশইন করা হলে তাঁদের আটক করে বিজিবি।

আটক ব্যক্তিদের বাড়ি ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাঁদের পুশইন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম।

কমান্ডার শহীদুল ইসলাম জানান, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিএসএফের পুশইন করা ২১ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আটককৃতরা দিল্লিতে কাজের জন্য যায়। তাদের দিল্লির বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে গতকাল দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে বিমানে করে আসামে নেওয়া হয়। পরে তাদের আজ ভোরে বিএসএফ বিজয়পুর সীমান্ত এলাকা দিয়ে ঠেলে দেয় বাংলাদেশে। আটককৃতদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত