রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি থেকে নিখোঁজ এক কিশোরীকে রাজধানী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ২৩ নম্বর বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী। তিনি বলেন, ‘ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। কাউকে আটক করা যায়নি।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে ভুক্তভোগী পুলিশের হেফাজতে আছে। তার স্বজন এলে তাদের হাতে তুলে দেওয়া হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ বলছে, উদ্ধার হওয়া কিশোরী ১৯ জুন বাঘাইছড়ির বাড়ি থেকে রাঙামাটি আসার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় বাঘাইছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।
ভুক্তভোগীর চাচা আজকের পত্রিকাকে বলেন, ‘তাকে (ভুক্তভোগী) আনতে বাঘাইছড়ি থানা–পুলিশসহ এক আত্মীয় ঢাকায় গেছে। আমরা এ ঘটনায় দোষীদের শাস্তি চাই।’
তিনি ঘটনার বর্ণনায় জানান, ওই কিশোরী নিখোঁজ হওয়ার পর থেকে তার মোবাইল নম্বরে সংযোগ পাওয়া যাচ্ছিল না। গতকাল এক বন্ধুকে সে ফেসবুকে মেসেজ দিয়ে জানায়, তাকে ঢাকায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। তবে ঢাকার কোথায়, সেটি সে বলতে পারছিল না। তাকে খেতেও দেওয়া হচ্ছে না বলে উদ্ধারের আকুতি জানায় ওই কিশোরী।
তিনি আরও বলেন, পরে ভুক্তভোগীর ওই বন্ধু ঢাকায় অবস্থানরত কয়েকজন শিক্ষার্থীকে বিষয়টি জানায়। পরে তারা কৌশলে ভুক্তভোগীর অবস্থান চিহ্নিত করে ওই বাসায় পৌঁছায়। এ সময় ভুক্তভোগী কিশোরী জানালা দিয়ে হাত বের করে নিজের অবস্থান জানায়।
ওই কিশোরীকে উদ্ধার করতে যান টিপু চাকমা (২২)। তিনি ঢাকায় একটি কলেজে পড়ছেন। টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা লোকেশন নিশ্চিত হওয়ার পর ৯৯৯–এ কল দিয়ে পুলিশের সহায়তা চাই। কিন্তু স্থানীয় পুলিশ সহযোগিতা না করায়, রাঙামাটির এক সাংবাদিকের সহায়তায় বাঘাইছড়ি থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পরে উত্তরা পশ্চিম থানা থেকে একটি টিম ঘটনাস্থলে যায়।’
তিনি আরও বলেন, ‘পুলিশ তালা ভেঙে ফ্ল্যাটের ভেতরে গিয়ে দেখে ওই কিশোরী ছাড়াও আরেকটি কক্ষে এক চীনা নাগরিক রয়েছেন। উনিই ওই মেয়েকে তালাবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু পুলিশ তাঁকে আটক করেনি। শুধু মেয়েকে নিয়ে থানায় চলে আসে।’
ভুক্তভোগীকে উদ্ধারের সময় উপস্থিত ছিলেন শুভ চাকমা (২৮)। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ অনেকক্ষণ ডাকাডাকির পরও চীনা নাগরিক ফ্ল্যাটের তালা খুলে দেয়নি। ঘণ্টারও বেশি সময় কোনো সাড়া দেয়নি। পরে বাধ্য হয়ে পুলিশ তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেছে।’
তিনি আরও বলেন, ‘চীনা নাগরিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আমরা পুলিশকে অনুরোধ করেছি। কিন্তু পুলিশ শোনেনি।’
এ বিষয়ে ভুক্তভোগী কিশোরী আজকের পত্রিকাকে জানায়, চীনে যাওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক নারীর মাধ্যমে তিনি ঢাকায় পৌঁছান। ওই নারী তাকে ঢাকায় পৌঁছে দেওয়ার পর আর দেখা করেননি। আসার পর থেকে তাকে কোনো খাবার দেওয়া হচ্ছিল না। তাকে প্রচুর ভয় দেখানো হতো।
সে আরও জানায়, গতকাল মঙ্গলবার সকালে বাঘাইছড়ির মামিয়া, বরকল এলাকার সজীব চাকমাসহ আরও দুজন নারী ওই ফ্ল্যাটে গিয়েছিলেন। মামিয়া চাকমা তার কাছ থেকে স্বর্ণ, মোবাইলের সিম, টাকা সব কেড়ে নেন। পরে চলে যাওয়ার সময় কাউকে কিছু বলতে নিষেধ করেন। তার অবস্থানের কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেন মামিয়া ও সজীব।
স্থানীয় সূত্রে জানা যায়, সজীব চাকমার বাড়ি রাঙামাটির বরকল উপজেলার ঠেগায় এবং মামিয়া চাকমার বাড়ি দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে।
পুলিশ জানিয়েছে, সজীব চাকমার বিরুদ্ধে নারী পাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
রাঙামাটির বাঘাইছড়ি থেকে নিখোঁজ এক কিশোরীকে রাজধানী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ২৩ নম্বর বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী। তিনি বলেন, ‘ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। কাউকে আটক করা যায়নি।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে ভুক্তভোগী পুলিশের হেফাজতে আছে। তার স্বজন এলে তাদের হাতে তুলে দেওয়া হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ বলছে, উদ্ধার হওয়া কিশোরী ১৯ জুন বাঘাইছড়ির বাড়ি থেকে রাঙামাটি আসার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় বাঘাইছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।
ভুক্তভোগীর চাচা আজকের পত্রিকাকে বলেন, ‘তাকে (ভুক্তভোগী) আনতে বাঘাইছড়ি থানা–পুলিশসহ এক আত্মীয় ঢাকায় গেছে। আমরা এ ঘটনায় দোষীদের শাস্তি চাই।’
তিনি ঘটনার বর্ণনায় জানান, ওই কিশোরী নিখোঁজ হওয়ার পর থেকে তার মোবাইল নম্বরে সংযোগ পাওয়া যাচ্ছিল না। গতকাল এক বন্ধুকে সে ফেসবুকে মেসেজ দিয়ে জানায়, তাকে ঢাকায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। তবে ঢাকার কোথায়, সেটি সে বলতে পারছিল না। তাকে খেতেও দেওয়া হচ্ছে না বলে উদ্ধারের আকুতি জানায় ওই কিশোরী।
তিনি আরও বলেন, পরে ভুক্তভোগীর ওই বন্ধু ঢাকায় অবস্থানরত কয়েকজন শিক্ষার্থীকে বিষয়টি জানায়। পরে তারা কৌশলে ভুক্তভোগীর অবস্থান চিহ্নিত করে ওই বাসায় পৌঁছায়। এ সময় ভুক্তভোগী কিশোরী জানালা দিয়ে হাত বের করে নিজের অবস্থান জানায়।
ওই কিশোরীকে উদ্ধার করতে যান টিপু চাকমা (২২)। তিনি ঢাকায় একটি কলেজে পড়ছেন। টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা লোকেশন নিশ্চিত হওয়ার পর ৯৯৯–এ কল দিয়ে পুলিশের সহায়তা চাই। কিন্তু স্থানীয় পুলিশ সহযোগিতা না করায়, রাঙামাটির এক সাংবাদিকের সহায়তায় বাঘাইছড়ি থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পরে উত্তরা পশ্চিম থানা থেকে একটি টিম ঘটনাস্থলে যায়।’
তিনি আরও বলেন, ‘পুলিশ তালা ভেঙে ফ্ল্যাটের ভেতরে গিয়ে দেখে ওই কিশোরী ছাড়াও আরেকটি কক্ষে এক চীনা নাগরিক রয়েছেন। উনিই ওই মেয়েকে তালাবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু পুলিশ তাঁকে আটক করেনি। শুধু মেয়েকে নিয়ে থানায় চলে আসে।’
ভুক্তভোগীকে উদ্ধারের সময় উপস্থিত ছিলেন শুভ চাকমা (২৮)। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ অনেকক্ষণ ডাকাডাকির পরও চীনা নাগরিক ফ্ল্যাটের তালা খুলে দেয়নি। ঘণ্টারও বেশি সময় কোনো সাড়া দেয়নি। পরে বাধ্য হয়ে পুলিশ তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেছে।’
তিনি আরও বলেন, ‘চীনা নাগরিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আমরা পুলিশকে অনুরোধ করেছি। কিন্তু পুলিশ শোনেনি।’
এ বিষয়ে ভুক্তভোগী কিশোরী আজকের পত্রিকাকে জানায়, চীনে যাওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক নারীর মাধ্যমে তিনি ঢাকায় পৌঁছান। ওই নারী তাকে ঢাকায় পৌঁছে দেওয়ার পর আর দেখা করেননি। আসার পর থেকে তাকে কোনো খাবার দেওয়া হচ্ছিল না। তাকে প্রচুর ভয় দেখানো হতো।
সে আরও জানায়, গতকাল মঙ্গলবার সকালে বাঘাইছড়ির মামিয়া, বরকল এলাকার সজীব চাকমাসহ আরও দুজন নারী ওই ফ্ল্যাটে গিয়েছিলেন। মামিয়া চাকমা তার কাছ থেকে স্বর্ণ, মোবাইলের সিম, টাকা সব কেড়ে নেন। পরে চলে যাওয়ার সময় কাউকে কিছু বলতে নিষেধ করেন। তার অবস্থানের কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেন মামিয়া ও সজীব।
স্থানীয় সূত্রে জানা যায়, সজীব চাকমার বাড়ি রাঙামাটির বরকল উপজেলার ঠেগায় এবং মামিয়া চাকমার বাড়ি দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে।
পুলিশ জানিয়েছে, সজীব চাকমার বিরুদ্ধে নারী পাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
৫ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
৬ ঘণ্টা আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
৬ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ। তিনি বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলায় অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি...
৮ ঘণ্টা আগে