হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা বাজারের পুরোনো ডাকবাংলো থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সড়কের বেশ কয়েকটি জায়গায় ড্রেনের স্লাব ভেঙে গেছে। ফলে ড্রেনের গর্তে পড়ে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিপজ্জনক এসব ফুটপাত দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়েই চলাচল করছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলা সদরের পৌর এলাকার ব্যস্ততম এলাকাগুলোর একটি হোমনা পুরোনো ডাকবাংলো থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সড়ক। বাজারের পানি নিষ্কাশনের জন্য এই সড়কে পৌরসভা থেকে ড্রেন নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু ড্রেনের ওপর স্লাব দেওয়ায় পথচারীরা এটি ফুটপাত হিসেবে ব্যবহার করে আসছিল। আর ড্রেনের পাশেই বাজারের সবচেয়ে বড় মার্কেট, সরকারি-বেসরকারি ব্যাংক, বিমাপ্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
ফলে দিনের বেশির ভাগ সময় ফুটপাতটি পথচারীদের দখলে থাকে। কিন্তু পুরোনো বাসস্ট্যান্ড থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত ড্রেনের কয়েকটি স্থানে দীর্ঘদিন যাবৎ স্লাব ভেঙে খোলা অবস্থায় পড়ে আছে। ব্যবসায়ীরা ওই সব ভাঙা স্থানে বাঁশ, কাঠ ও পলিথিন দিয়ে যাতায়াতের ব্যবস্থা করলেও অধিকাংশ স্থানে তা ভেঙে গেছে। ফুটপাত দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ড্রেনের ওই উন্মুক্ত স্থানে পথচারী, সাধারণ মানুষসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।
বাজারের ফুটপাতের কলা বিক্রেতা বাতেন মিয়া বলেন, ‘ড্রেনের স্লাব না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া প্রতিনিয়ত ময়লার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দ্রুত এই সমস্যা সমাধান করা প্রয়োজন।’
হোমনা সমর হোমিও হলের চিকিৎসক ডা. দিলীপ দেব বলেন, ‘আমার দোকানের সামনের স্লাবটি ভেঙে দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত ওই গর্তে পড়ে শিক্ষার্থীসহ পথচারীদের জামাকাপড় নষ্ট হচ্ছে। ড্রেনে দ্রুত স্লাব বসাতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন বলেন, পৌরসভার বিভিন্ন স্থানের ড্রেন ঢাকার জন্য এরই মধ্যে ২০-৩০টি স্লাব তৈরি করা হচ্ছে। খুব শিগগির ড্রেনের উন্মুক্ত স্থানে স্লাব বসানো হবে।
পৌর মেয়র মো. নজরুল ইসলাম বলেন, ‘ড্রেনে স্ল্যাব নাই সে বিষয়টি আমাদের মাথায় আছে। এরই মধ্যে আমরা স্ল্যাব তৈরি করে ফেলেছি। এখন শক্ত হলেই স্ল্যাব বসিয়ে এই সমস্যার সমাধান করা হবে।’
কুমিল্লার হোমনা বাজারের পুরোনো ডাকবাংলো থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সড়কের বেশ কয়েকটি জায়গায় ড্রেনের স্লাব ভেঙে গেছে। ফলে ড্রেনের গর্তে পড়ে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিপজ্জনক এসব ফুটপাত দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়েই চলাচল করছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলা সদরের পৌর এলাকার ব্যস্ততম এলাকাগুলোর একটি হোমনা পুরোনো ডাকবাংলো থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সড়ক। বাজারের পানি নিষ্কাশনের জন্য এই সড়কে পৌরসভা থেকে ড্রেন নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু ড্রেনের ওপর স্লাব দেওয়ায় পথচারীরা এটি ফুটপাত হিসেবে ব্যবহার করে আসছিল। আর ড্রেনের পাশেই বাজারের সবচেয়ে বড় মার্কেট, সরকারি-বেসরকারি ব্যাংক, বিমাপ্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
ফলে দিনের বেশির ভাগ সময় ফুটপাতটি পথচারীদের দখলে থাকে। কিন্তু পুরোনো বাসস্ট্যান্ড থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত ড্রেনের কয়েকটি স্থানে দীর্ঘদিন যাবৎ স্লাব ভেঙে খোলা অবস্থায় পড়ে আছে। ব্যবসায়ীরা ওই সব ভাঙা স্থানে বাঁশ, কাঠ ও পলিথিন দিয়ে যাতায়াতের ব্যবস্থা করলেও অধিকাংশ স্থানে তা ভেঙে গেছে। ফুটপাত দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ড্রেনের ওই উন্মুক্ত স্থানে পথচারী, সাধারণ মানুষসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।
বাজারের ফুটপাতের কলা বিক্রেতা বাতেন মিয়া বলেন, ‘ড্রেনের স্লাব না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া প্রতিনিয়ত ময়লার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দ্রুত এই সমস্যা সমাধান করা প্রয়োজন।’
হোমনা সমর হোমিও হলের চিকিৎসক ডা. দিলীপ দেব বলেন, ‘আমার দোকানের সামনের স্লাবটি ভেঙে দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত ওই গর্তে পড়ে শিক্ষার্থীসহ পথচারীদের জামাকাপড় নষ্ট হচ্ছে। ড্রেনে দ্রুত স্লাব বসাতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন বলেন, পৌরসভার বিভিন্ন স্থানের ড্রেন ঢাকার জন্য এরই মধ্যে ২০-৩০টি স্লাব তৈরি করা হচ্ছে। খুব শিগগির ড্রেনের উন্মুক্ত স্থানে স্লাব বসানো হবে।
পৌর মেয়র মো. নজরুল ইসলাম বলেন, ‘ড্রেনে স্ল্যাব নাই সে বিষয়টি আমাদের মাথায় আছে। এরই মধ্যে আমরা স্ল্যাব তৈরি করে ফেলেছি। এখন শক্ত হলেই স্ল্যাব বসিয়ে এই সমস্যার সমাধান করা হবে।’
বেলা ১টার দিকে মঞ্চে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক, জেলা খাদ্যনিয়ন্ত্রকসহ অন্য সরকারি কর্মকর্তারা এলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে হট্টগোল শুরু করেন বিএনপি-সমর্থিত আবেদনকারীরা। সরকারি কর্মকর্তারা লটারির নামে কৌশলে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে তাঁরা বেলা ২টা
১৬ মিনিট আগেসিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রতিবাদ সভা ও শোওয়া কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসীকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা...
২৮ মিনিট আগেমামলার প্রধান আসামি হয়েও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শামীম সরকার। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সবেরহাট বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। আজ বুধবার পর্যন্ত তিনি আদালত থেকে কোনো ধরনের জামিন নেননি বলে জানা গেছে।
৩২ মিনিট আগেকোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগে