Ajker Patrika

মতলব দক্ষিণে জনবল-সংকটে অচল পিআইও কার্যালয়

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণে জনবল-সংকটে অচলাবস্থায় পড়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়। স্থবির হয়ে গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের কার্যক্রম।

পিআইও কার্যালয়ে সাধারণত পিআইও ছাড়াও উপসহকারী প্রকৌশলী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কার্যসহকারী ও অফিস সহায়ক থাকেন। মতলব দক্ষিণে শুধু পিআইও এবং সেতু প্রকল্পের একজন কার্যসহকারী পদায়ন আছেন। ফলে পিআইওকে একাই কার্যালয়ের দাপ্তরিক কাজ এবং বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করতে হয়। তিনি ও কার্যসহকারী প্রকল্প পরিদর্শনে বাইরে গেলে কার্যালয়ে তালা ঝোলে। এতে করে কার্যালয়ে আসা সেবাপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বর্তমানে মতলব দক্ষিণে দুটি বন্যা আশ্রয়কেন্দ্র, ২০টি সেতু ও ৪৩ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্য বীরনিবাস নির্মাণ প্রকল্প, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণে টিআর-কাবিখা প্রকল্পের আওতায় অনেক কাজ চলমান রয়েছে। এ ছাড়া কম্বল, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ এবং জিআর কর্মসূচি আছে। এই উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা খাতে চলতি অর্থবছরে ন্যূনতম ১৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ থেকে অফিস সহায়ক, ২০২২ থেকে উপসহকারী প্রকৌশলী ও ২০২৩ থেকে অফিস সহকারীর পদটি শূন্য রয়েছে। সেই সঙ্গে মাঠপর্যায়ে প্রকল্প তদারকে ব্যবহারের জন্য থাকা মোটরসাইকেলটিও অকেজো হয়ে পড়ে রয়েছে।

এ নিয়ে কথা হলে পিআইও মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘জনবল-সংকট থাকলেও এরই মধ্যে কর্মকাণ্ড চালিয়ে যেতে হচ্ছে। প্রকল্প মনিটরিং কাজ কিছুটা কষ্টকর হয়ে পড়েছে। সীমাবদ্ধতার মধ্যেও আমরা সঠিকভাবে প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট রয়েছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেন, ‘জনবল-সংকটের বিষয়ে আমি গত মার্চ মাসে একটি স্মারকপত্রের মাধ্যমে শূন্য পদ পূরণের জন্য মহাপরিচালককে (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) অনুরোধ করেছি। আমার বিশ্বাস, কর্তৃপক্ষ এ বিষয়ে ত্বরিত সিদ্ধান্ত নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের কর্মসূচি সুষ্ঠু বাস্তবায়নে সচেষ্ট হবে।’

যোগাযোগ করা হলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান জানান, শুধু মতলব দক্ষিণ নয়, জেলা কার্যালয়েও জনবল-সংকট রয়েছে। ফলে বিভাগীয় কার্যক্রম তদারক করা কঠিন হয়ে পড়েছে। বিষয়টি তিনি মহাপরিচালককে অবহিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত