Ajker Patrika

পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ: উপদেষ্টা নাহিদ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ৫৩
পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ: উপদেষ্টা নাহিদ

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন, ‘পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে যাঁরা সুবিধা নিতে চান, তাঁদের সুযোগ দেব না। পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে বসবাস করব।’ 

নাহিদ হাসান বলেন, ‘কেউ যদি অপরাধ করে, তার জন্য আপনারা শাস্তি দিতে যাবেন না। এর জন্য রাষ্ট্র আছে, পুলিশ আছে। নিজেরাই যদি আইন হাতে তুলে নেন, তাহলে এত প্রতিষ্ঠানের দরকার নেই।’ 

গতকাল শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনের লারমা স্কয়ারে স্থানীয়দের সঙ্গে আলাপকালে তথ্য উপদেষ্টা নাহিদ হাসান এসব কথা বলেন। এ সময় তিনি পাহাড়ে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেন। 

নাহিদ হাসান বলেন, ‘সহিংসতায় যারা জড়িত থাকবে, তাদের বিচারের মুখোমুখি করা হবে। যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনব। বারবার করে বলেছি, আইন কেউ নিজের হাতে নেবেন না।’ 
 
পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে যাঁরা সুবিধা নিতে চান, তাঁদের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন নাহিদ হাসান। তিনি বলেন, ‘পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে বসবাস করব।’ 
 
কোনো অঞ্চল অশান্তিতে থাকলে প্রভাব পুরো বাংলাদেশে পড়ে বলে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের একসঙ্গে থাকতে হবে। লড়াই-সংগ্রাম করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে আমরা সম্প্রীতির সঙ্গে সবার অধিকার নিশ্চিত করতে পারব। সব বৈষম্য দূর করতে পারব।’ 

তথ্য উপদেষ্টার পরিদর্শনের সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরল হক, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমাসহ বিভিন্ন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত