মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন, ‘পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে যাঁরা সুবিধা নিতে চান, তাঁদের সুযোগ দেব না। পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে বসবাস করব।’
নাহিদ হাসান বলেন, ‘কেউ যদি অপরাধ করে, তার জন্য আপনারা শাস্তি দিতে যাবেন না। এর জন্য রাষ্ট্র আছে, পুলিশ আছে। নিজেরাই যদি আইন হাতে তুলে নেন, তাহলে এত প্রতিষ্ঠানের দরকার নেই।’
গতকাল শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনের লারমা স্কয়ারে স্থানীয়দের সঙ্গে আলাপকালে তথ্য উপদেষ্টা নাহিদ হাসান এসব কথা বলেন। এ সময় তিনি পাহাড়ে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেন।
নাহিদ হাসান বলেন, ‘সহিংসতায় যারা জড়িত থাকবে, তাদের বিচারের মুখোমুখি করা হবে। যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনব। বারবার করে বলেছি, আইন কেউ নিজের হাতে নেবেন না।’
পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে যাঁরা সুবিধা নিতে চান, তাঁদের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন নাহিদ হাসান। তিনি বলেন, ‘পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে বসবাস করব।’
কোনো অঞ্চল অশান্তিতে থাকলে প্রভাব পুরো বাংলাদেশে পড়ে বলে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের একসঙ্গে থাকতে হবে। লড়াই-সংগ্রাম করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে আমরা সম্প্রীতির সঙ্গে সবার অধিকার নিশ্চিত করতে পারব। সব বৈষম্য দূর করতে পারব।’
তথ্য উপদেষ্টার পরিদর্শনের সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরল হক, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমাসহ বিভিন্ন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন, ‘পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে যাঁরা সুবিধা নিতে চান, তাঁদের সুযোগ দেব না। পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে বসবাস করব।’
নাহিদ হাসান বলেন, ‘কেউ যদি অপরাধ করে, তার জন্য আপনারা শাস্তি দিতে যাবেন না। এর জন্য রাষ্ট্র আছে, পুলিশ আছে। নিজেরাই যদি আইন হাতে তুলে নেন, তাহলে এত প্রতিষ্ঠানের দরকার নেই।’
গতকাল শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনের লারমা স্কয়ারে স্থানীয়দের সঙ্গে আলাপকালে তথ্য উপদেষ্টা নাহিদ হাসান এসব কথা বলেন। এ সময় তিনি পাহাড়ে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেন।
নাহিদ হাসান বলেন, ‘সহিংসতায় যারা জড়িত থাকবে, তাদের বিচারের মুখোমুখি করা হবে। যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনব। বারবার করে বলেছি, আইন কেউ নিজের হাতে নেবেন না।’
পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে যাঁরা সুবিধা নিতে চান, তাঁদের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন নাহিদ হাসান। তিনি বলেন, ‘পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে বসবাস করব।’
কোনো অঞ্চল অশান্তিতে থাকলে প্রভাব পুরো বাংলাদেশে পড়ে বলে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের একসঙ্গে থাকতে হবে। লড়াই-সংগ্রাম করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে আমরা সম্প্রীতির সঙ্গে সবার অধিকার নিশ্চিত করতে পারব। সব বৈষম্য দূর করতে পারব।’
তথ্য উপদেষ্টার পরিদর্শনের সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরল হক, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমাসহ বিভিন্ন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অভ্যন্তরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় বদলে গেছে বহু পরিবারের জীবনচিত্র। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন শিক্ষার্থী, এবং শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের অধিকাংশই বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক
৪ মিনিট আগেরাজধানীর উত্তরায় বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর–আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে।
১৪ মিনিট আগেভারতের উজান থেকে নেমে আসা ঢলে আবার ডুবছে ফেনী। ফেনীতে তেমন বৃষ্টি না হলেও ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টি হচ্ছে। ভারতের উজানের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে গেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আগের ভাঙা স্থান দিয়ে নদীর পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত করছে। আজ সোমবার (২১ জুলাই) সকাল থেকেই
১৯ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার বেশি মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও পদ্মার শাখা নদী এলাকায় এই অভিযান চালানো হয়।
২৩ মিনিট আগে