Ajker Patrika

বর আসার আগেই কনের বাড়িতে পুলিশ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৩, ১৪: ০০
বর আসার আগেই কনের বাড়িতে পুলিশ

বরযাত্রীকে বরণ করার জন্য তৈরি করা হয় তোরণ। বাড়ির উঠানে প্যান্ডেল করে এক পাশে তৈরি করা হয় বরের বসার স্থান। বাবুর্চিরা ব্যস্ত রান্নার কাজে। দুপুরে বরসহ অতিথিরা আসবেন। কিন্তু এর আগেই পুলিশ গিয়ে সব পণ্ড করে দেয়। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বন্ধ করে দেওয়া হয় বিয়ের সব আয়োজন। আজ রোববার সকালে নোয়াখালীর হাতিয়ায় এ ঘটনা ঘটেছে।

কনে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। বর মো. শরীফ চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামের মো. আলা উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, আজ রোববার দুপুরে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বরযাত্রীসহ তিন শতাধিক অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়। ডেকোরেশন ভাড়া করে বিশাল প্যান্ডেল তৈরি করা হয় বাড়ির উঠানে। বাড়ির দরজায় তৈরি করা হয় বর্ণিল তোরণ। কিন্তু বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে বরের স্টেজসহ প্যান্ডেলের সব নামিয়ে ফেলতে বলে। পুলিশ দেখে প্রথমে কনের বাড়ির সবাই পালিয়ে গেলেও পরে এসে বিয়ের সব আয়োজন বন্ধ করার মুচলেকা দেয়।

স্থানীয় নলচিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনছুর উল্লা শিবলী বলেন, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কনের বাড়ি যান তিনি। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতিতে কনের জন্মনিবন্ধন দেখে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে মেয়ের বাবা লিখিতভাবে মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু বলেন, সকালে স্থানীয় লোকজন মোবাইল ফোনে বাল্যবিবাহের বিষয়টি জানায়। তা বন্ধে প্রথমে পুলিশ পাঠানো হয়। পরে ইউপি চেয়ারম্যানকে পাঠিয়ে বিয়ের সব কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত