প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দুই ইয়াবা পাচারকারী বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে এ ঘটনা ঘটেছে। এ সময় দুটি অস্ত্র ও ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার সীমান্ত এলাকা উখিয়ার রেজু আমতলীতে ইয়াবা পাচার হওয়ার খবর পেয়ে ৩৪ বিজিবির একটি দল অভিযানে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে পাচারকারীরা। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালায়। বিজিবির দাবি, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে মোহাম্মদ শাহজাহান (২৭) নামের এক মাদক কারবারির লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশে তৈরি একটি অস্ত্র উদ্ধার করা হয়।
আজ রোববার সকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
লে. কর্নেল আলী হায়দার বলেন, নিহত শাহজাহান উখিয়া উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে।
এদিকে টেকনাফ উপজেলার দমদমিয়া নাফ নদীর পাড়ে ভোররাতে একইভাবে ইয়াবা পাচারের চালান আসার খবরে অভিযানে নামে বিজিবি। সেখানে টহলরত বিজিবির সদস্যরা মাদক পাচারকারী দলের তিনজনকে সন্দেহ করে চ্যালেঞ্জ করেন। বিজিবির দাবি, তখন পাচারকারীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও গুলি ছোড়ে। এতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর বয়স ২৬-২৭ বলে বিজিবি জানিয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, ঘটনাস্থল থেকে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি ও একটি দেশে তৈরি অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দুই ইয়াবা পাচারকারী বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে এ ঘটনা ঘটেছে। এ সময় দুটি অস্ত্র ও ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার সীমান্ত এলাকা উখিয়ার রেজু আমতলীতে ইয়াবা পাচার হওয়ার খবর পেয়ে ৩৪ বিজিবির একটি দল অভিযানে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে পাচারকারীরা। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালায়। বিজিবির দাবি, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে মোহাম্মদ শাহজাহান (২৭) নামের এক মাদক কারবারির লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশে তৈরি একটি অস্ত্র উদ্ধার করা হয়।
আজ রোববার সকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
লে. কর্নেল আলী হায়দার বলেন, নিহত শাহজাহান উখিয়া উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে।
এদিকে টেকনাফ উপজেলার দমদমিয়া নাফ নদীর পাড়ে ভোররাতে একইভাবে ইয়াবা পাচারের চালান আসার খবরে অভিযানে নামে বিজিবি। সেখানে টহলরত বিজিবির সদস্যরা মাদক পাচারকারী দলের তিনজনকে সন্দেহ করে চ্যালেঞ্জ করেন। বিজিবির দাবি, তখন পাচারকারীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও গুলি ছোড়ে। এতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর বয়স ২৬-২৭ বলে বিজিবি জানিয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, ঘটনাস্থল থেকে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি ও একটি দেশে তৈরি অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে