নাইক্ষ্যংছড়ি (বান্দরবার) প্রতিনিধি
মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র অন্যত্র সরানো হয়েছে। ৫০২ জন পরীক্ষীর্থী কেন্দ্রেটিতে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সম্প্রতি সীমান্তের কাছাকাছি গোলাগুলির আতঙ্কে অভিভাবকদের আবেদনে ৫ কিলোমিটার দূরে নিরাপদে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
গত সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রটি একই ইউনিয়নের উত্তর ঘুমধুমে দুইটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত কর হয়। বিদ্যালয় দুটি হলো–১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক আদেশে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রটি একই ইউনিয়নের উত্তর ঘুমধুমে দুইটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত কর হয়। যেখানে ৫০২ জন পরীক্ষার্থী অংশ নেবে।
তিনি আরও বলেন, ‘এখানে তিনটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয় গুলোহলো–ঘুমধুম উচ্চ বিদ্যালয়, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ও কুতুপালং উচ্চ বিদ্যালয়।
এদিকে ১১ দিন পর মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির ৩৩০ সদস্যকে ফেরত নিচ্ছে সে দেশের সরকার। আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজারের ইনানী ঘাট দিয়ে নৌবাহিনীর সুরক্ষিত জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে। বর্ডার গার্ড বাংলাদেশ এর ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে সীমান্তের ওপারে জান্তা সরকার ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে চৌকি দখল-বেদখল নিয়ে সংঘর্ষে ৩৩০ জন মিয়ানমার সীমান্ত রক্ষী বাংলাদেশে পালিয়ে আসে। যাদের এ দেশের তুমব্রু, ঘুমধুম ও হোয়াইকং এ আশ্রয় দেওয়া হয়।
পরে দু’দেশের সরকারের চিঠি চালাচালির পর অবশেষে বৃহস্পতিবার সকালে নিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। তাদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে বিজিবির নিজস্ব পরিবহনে করে কক্সবাজারের ইনানী ঘাটে দিয়ে মিয়ানমারের জাহাজে করে নিয়ে যাবে সেদেশের নৌ-বাহিনী।
এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী আজকের পত্রিকাকে বলেন, ‘৩৩০ মিয়ানমার বিজিপিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে কক্সবাজারের ইনানী ঘাট দিয়ে মিয়ানমারের পাঠানো হচ্ছে নৌ-পথে। সকাল ৮টা বা সাড়ে ৮টায় তারা ইনানী ঘাট ছেড়ে মিয়ানমারে রওনা দেবে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্ত পরিস্থিতি শান্ত। তবুও সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সদস্য বৃদ্ধিসহ টহলও বাড়ানো হয়েছে।’
মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র অন্যত্র সরানো হয়েছে। ৫০২ জন পরীক্ষীর্থী কেন্দ্রেটিতে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সম্প্রতি সীমান্তের কাছাকাছি গোলাগুলির আতঙ্কে অভিভাবকদের আবেদনে ৫ কিলোমিটার দূরে নিরাপদে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
গত সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রটি একই ইউনিয়নের উত্তর ঘুমধুমে দুইটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত কর হয়। বিদ্যালয় দুটি হলো–১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক আদেশে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রটি একই ইউনিয়নের উত্তর ঘুমধুমে দুইটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত কর হয়। যেখানে ৫০২ জন পরীক্ষার্থী অংশ নেবে।
তিনি আরও বলেন, ‘এখানে তিনটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয় গুলোহলো–ঘুমধুম উচ্চ বিদ্যালয়, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ও কুতুপালং উচ্চ বিদ্যালয়।
এদিকে ১১ দিন পর মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির ৩৩০ সদস্যকে ফেরত নিচ্ছে সে দেশের সরকার। আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজারের ইনানী ঘাট দিয়ে নৌবাহিনীর সুরক্ষিত জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে। বর্ডার গার্ড বাংলাদেশ এর ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে সীমান্তের ওপারে জান্তা সরকার ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে চৌকি দখল-বেদখল নিয়ে সংঘর্ষে ৩৩০ জন মিয়ানমার সীমান্ত রক্ষী বাংলাদেশে পালিয়ে আসে। যাদের এ দেশের তুমব্রু, ঘুমধুম ও হোয়াইকং এ আশ্রয় দেওয়া হয়।
পরে দু’দেশের সরকারের চিঠি চালাচালির পর অবশেষে বৃহস্পতিবার সকালে নিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। তাদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে বিজিবির নিজস্ব পরিবহনে করে কক্সবাজারের ইনানী ঘাটে দিয়ে মিয়ানমারের জাহাজে করে নিয়ে যাবে সেদেশের নৌ-বাহিনী।
এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী আজকের পত্রিকাকে বলেন, ‘৩৩০ মিয়ানমার বিজিপিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে কক্সবাজারের ইনানী ঘাট দিয়ে মিয়ানমারের পাঠানো হচ্ছে নৌ-পথে। সকাল ৮টা বা সাড়ে ৮টায় তারা ইনানী ঘাট ছেড়ে মিয়ানমারে রওনা দেবে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্ত পরিস্থিতি শান্ত। তবুও সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সদস্য বৃদ্ধিসহ টহলও বাড়ানো হয়েছে।’
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৯ ঘণ্টা আগে