Ajker Patrika

মধ্যরাতে ঘরে আগুন, সবাই বেঁচে গেলেও পুড়ে মারা যায় ৭ বছরের ওসমা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৩, ১৪: ৫১
মধ্যরাতে ঘরে আগুন, সবাই বেঁচে গেলেও পুড়ে মারা যায় ৭ বছরের ওসমা

কক্সবাজারের চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে সাত বছরের শিশু তাহসিন তারান্নুম ওসমার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১টার দিকে চকরিয়া পৌরসভার হালকাকারা মৌলভীরচরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওসমা ওই এলাকার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ ওসমানের মেয়ে। 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার মৌলভীরচর গ্রামের একটি বাড়িতে তিন ভাই মোহাম্মদ বাহাদুর মিস্ত্রি, মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ মিজানের পরিবার আলাদা কক্ষে থাকত। গতকাল শনিবার রাত ১টার দিকে বাহাদুর মিস্ত্রির বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ি থেকে সবাই বের হয়ে যায়। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তাহসিন তারান্নুম ওসমার মৃত্যু হয়। 

শিশুটির মা শাহিনা আক্তার বলেন, ঘরে আগুন লাগার পর তাঁর ১০ আর ২ বছরের দুই ছেলেকে নিয়ে তিনি দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তাঁর একমাত্র মেয়ে চাচির সঙ্গে ঘুমিয়ে ছিল। কিন্তু সবাই দ্রুত বেরিয়ে এলেও তাঁর ঘুমন্ত মেয়ে ঘরে রয়ে গিয়েছিল। যখন বিষয়টি জানাজানি হয়, ততক্ষণে তাকে আর বের করার উপায় ছিল না। 

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমিশনার সাইফুল ইসলাম বলেন, খরব পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে বাঁশের চাটাইয়ের বেড়া হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুঃখজনকভাবে শিশুটিও পুড়ে মারা যায়। 

আগুন লাগার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। 

এ বিষয়ে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে পুড়ে যাওয়া বাড়িটিতে তিন ভাই বাস করতেন। তাঁদের বসতঘর ও একটি শিশু পুড়ে মারা গেছে। শিশুটিকে আরেকটি শয়নকক্ষে পাওয়া গেছে। ময়নাতদন্ত করতে শিশুর লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত