চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে সাত বছরের শিশু তাহসিন তারান্নুম ওসমার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১টার দিকে চকরিয়া পৌরসভার হালকাকারা মৌলভীরচরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওসমা ওই এলাকার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ ওসমানের মেয়ে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার মৌলভীরচর গ্রামের একটি বাড়িতে তিন ভাই মোহাম্মদ বাহাদুর মিস্ত্রি, মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ মিজানের পরিবার আলাদা কক্ষে থাকত। গতকাল শনিবার রাত ১টার দিকে বাহাদুর মিস্ত্রির বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ি থেকে সবাই বের হয়ে যায়। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তাহসিন তারান্নুম ওসমার মৃত্যু হয়।
শিশুটির মা শাহিনা আক্তার বলেন, ঘরে আগুন লাগার পর তাঁর ১০ আর ২ বছরের দুই ছেলেকে নিয়ে তিনি দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তাঁর একমাত্র মেয়ে চাচির সঙ্গে ঘুমিয়ে ছিল। কিন্তু সবাই দ্রুত বেরিয়ে এলেও তাঁর ঘুমন্ত মেয়ে ঘরে রয়ে গিয়েছিল। যখন বিষয়টি জানাজানি হয়, ততক্ষণে তাকে আর বের করার উপায় ছিল না।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমিশনার সাইফুল ইসলাম বলেন, খরব পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে বাঁশের চাটাইয়ের বেড়া হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুঃখজনকভাবে শিশুটিও পুড়ে মারা যায়।
আগুন লাগার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে পুড়ে যাওয়া বাড়িটিতে তিন ভাই বাস করতেন। তাঁদের বসতঘর ও একটি শিশু পুড়ে মারা গেছে। শিশুটিকে আরেকটি শয়নকক্ষে পাওয়া গেছে। ময়নাতদন্ত করতে শিশুর লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
কক্সবাজারের চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে সাত বছরের শিশু তাহসিন তারান্নুম ওসমার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১টার দিকে চকরিয়া পৌরসভার হালকাকারা মৌলভীরচরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওসমা ওই এলাকার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ ওসমানের মেয়ে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার মৌলভীরচর গ্রামের একটি বাড়িতে তিন ভাই মোহাম্মদ বাহাদুর মিস্ত্রি, মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ মিজানের পরিবার আলাদা কক্ষে থাকত। গতকাল শনিবার রাত ১টার দিকে বাহাদুর মিস্ত্রির বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ি থেকে সবাই বের হয়ে যায়। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তাহসিন তারান্নুম ওসমার মৃত্যু হয়।
শিশুটির মা শাহিনা আক্তার বলেন, ঘরে আগুন লাগার পর তাঁর ১০ আর ২ বছরের দুই ছেলেকে নিয়ে তিনি দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তাঁর একমাত্র মেয়ে চাচির সঙ্গে ঘুমিয়ে ছিল। কিন্তু সবাই দ্রুত বেরিয়ে এলেও তাঁর ঘুমন্ত মেয়ে ঘরে রয়ে গিয়েছিল। যখন বিষয়টি জানাজানি হয়, ততক্ষণে তাকে আর বের করার উপায় ছিল না।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমিশনার সাইফুল ইসলাম বলেন, খরব পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে বাঁশের চাটাইয়ের বেড়া হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুঃখজনকভাবে শিশুটিও পুড়ে মারা যায়।
আগুন লাগার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে পুড়ে যাওয়া বাড়িটিতে তিন ভাই বাস করতেন। তাঁদের বসতঘর ও একটি শিশু পুড়ে মারা গেছে। শিশুটিকে আরেকটি শয়নকক্ষে পাওয়া গেছে। ময়নাতদন্ত করতে শিশুর লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
শ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত, তাতে জমেছে বৃষ্টির পানি। ছোট গাড়ি থেকে শুরু করে কনটেইনারবাহী ট্রাক পর্যন্ত এসব গর্তের ভেতর দিয়ে হেলেধুলে চলাচল করছে। যানজটও লেগে থাকছে দীর্ঘ সময়।
২০ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা—বিশেষ করে ক্যাফেটেরিয়া, অদম্য বাংলা, কটকা, লেকসাইড ওয়াকওয়ে, ছাত্রী হল রোড, খাজা গেট এলাকায় দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে কুকুর। এতে এসব স্থানে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
২৮ মিনিট আগেঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।
২ ঘণ্টা আগেপৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল সরদারপাড়ায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে চলাচলের একমাত্র পথ। ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া খ্রিষ্টান মিশনের পাশের সড়কেও পানি উঠে এসেছে।
২ ঘণ্টা আগে