Ajker Patrika

বালুমহাল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে অপহরণ, মামলা

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 
ফেনীতে বালুমহাল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে অপহরণ। ছবি: আজকের পত্রিকা
ফেনীতে বালুমহাল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে অপহরণ। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ বালুমহালের দখল নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবদল নেতাকে বিএনপির নেতার সমর্থকেরা অপহরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ৯টার দিকে ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার সুপার মিনি শপে এ ঘটনা ঘটে।

অপহৃত মো. আলাউদ্দিন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও সমিতি বাজারের ব্যবসায়ী। অভিযুক্ত আলমগীর সিদ্দিকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ঘটনার প্রতিবাদে আলাউদ্দিন সমর্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাত ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা অবরোধ তুলে নেন। অন্যদিকে লাঙ্গলমোড়া গ্রামের ফেনী নদীর চর এলাকা থেকে আলাউদ্দিনকে উদ্ধার করে পুলিশ।

পরে ভুক্তভোগী বাদী হয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫-১৬ জনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ে করেন। তবে অভিযুক্ত আলমগীর সিদ্দিকী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত