Ajker Patrika

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৪৫
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ আটক ২

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, দেওপাড়া এলাকার আবুল কালামের ছেলে রাসেল হোসেন ও তাজুল ইসলামের ছেলে এমরান হোসেন।

পুলিশ জানায়, রাসেল ও এমরান হোসেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের ধরতে দীর্ঘদিন ধরে অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার ভোরে দেওপাড়া এলাকায় দুজন অবস্থান করছে বলে খবর পায় পুলিশ। তারপর ওই এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তাদের দেওয়া তথ্য অনুযায়ী কবিরহাট এলাকা থেকে একটি চুরি হওয়ায় মোটরসাইকেল উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি রাসেল ও এমরান হোসেনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাঁরা দুজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত