Ajker Patrika

বড় ভাইকে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

কুমিল্লা প্রতিনিধি
বড় ভাইকে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

কুমিল্লার চান্দিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে চান্দিনা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ি সংলগ্ন আনিছ মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত হানিফ মিয়া (৩৫) ওই এলাকার আনু মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় হানিফ। অভিযুক্ত আনিছ মিয়া (২৬) নিহতের মেজ ভাই। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই ভাইয়ের পৃথক গরুর খামার আছে। বাড়ির পাশে অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন ধরে গরুর গোবর ফেলে আসছেন। আজ বুধবার দুপুরে ওই স্থানে গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা–কাটাকাটি হয়। 

মেজ ভাই আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধরের একপর্যায়ে কাঠের চোখা টুকরো দিয়ে আঘাত করেন। সেই টুকরো বাম চোখের ভেতর দিয়ে মাথায় ঢুকে যায়। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচণ্ড রক্তক্ষরণ ও মস্তিষ্কে আঘাতজনিত কারণে মৃত্যু হয় তাঁর। 

নিহতের বাড়িতে স্বজনদের আহজারি। ছবি: আজকের পত্রিকাচান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর হত্যাকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাসহ হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত