Ajker Patrika

মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ: আরও ৩ জনের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি
মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ: আরও ৩ জনের মৃত্যু 

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও তিনজন মারা গেছেন। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় পাঁচ জেলের মৃত্যু হলো।

জেলেরা হলেন–রহিম উল্লাহ (৩৮), মোহাম্মদ শাহীন (৩৫) ও আরমান (২২)। তারা কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। এর আগে শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে আয়ুব আলী (৫৮) এবং গতকাল সোমবার চমেক হাসপাতালে ওসমান গনি (২২) মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার রাশেদ উল করিম বলেন, ‘গত শুক্রবার নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ১২ জন জেলে দগ্ধ হয়।

এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। দগ্ধ আরও দুজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আশিকুর রহমান চৌধুরী বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ১০ জেলের শরীরের ৭০ শতাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত