Ajker Patrika

তাঁরা ভোট দিতে চান

মারুফ কিবরিয়া, কুমিল্লা থেকে
আপডেট : ১৫ জুন ২০২২, ১৬: ৪০
Thumbnail image

ছবিতে যে দীর্ঘ সারি দেখা যাচ্ছে, এটি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দিনের শুরু কিংবা মধ্যভাগের নয়। ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক ১৫ মিনিট আগের। এখানে অন্তত ১০০ জনের মতো নারী ভোটার রয়েছেন। কুমিল্লা নগরীর স্বাস্থ্যকেন্দ্রে আসা সবাই নারী ভোটার। 

বেলা পেরিয়ে যাওয়ার পরও এই দীর্ঘ সারিতে কেউ এক ঘণ্টা কেউবা দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। আর এই নারী ভোটারদের সবার চাওয়া পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু বাস্তবতা বলছে, ঘড়ির কাঁটায় ৪টা বাজার সঙ্গে সঙ্গেই ভোটগ্রহণ বন্ধ হয়ে যাবে। ফলে তাঁদের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা তা হয়তো অপূর্ণই রয়ে যাবে। 

এই ভোটাররা আদৌ ভোট দিতে পারবেন কি না—এমন প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল প্রিসাইডিং কর্মকর্তা আহমদ আনিসুর রহমানের কাছে। তিনি এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রের নিচতলা থেকে খবর এল ৬ নম্বর কক্ষে শেষ মুহূর্তে এসে ইভিএম মেশিন বিকল হয়ে গেছে। ওই কক্ষের সামনেও অন্তত অর্ধশত নারী ভোটার অপেক্ষা করছেন। 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

এদিকে প্রিসাইডিং কর্মকর্তা বিকল হয়ে যাওয়া মেশিনের বিকল্প মেশিন বসানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। শঙ্কায় থাকা নারী ভোটারদের জন্য আশার বাণী হলো, ৪টা পাড় হয়ে গেলেও যাঁরা সারিতে আছেন সবাই ভোট দিতে পারবেন। তাড়াহুড়োর মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা আহমেদ আনিসুর রহমান এমনটাই জানিয়েছেন।

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত