Ajker Patrika

নাফ নদ থেকে আটক ২০ জেলেকে ফেরত দিল আরকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image
নাফ নদ থেকে আটক ২০ জেলেকে ফেরত দিল আরকান আর্মি। ছবি: আজকের পত্রিকা

২ দিন পর নাফ নদে মাছ ধরার সময় আটক ২০ জন বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের আরকান আর্মি। আজ বৃহস্পতিবার নাফ নদের শাহপরীর দ্বীপ জেটি ঘাটের কাছে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ফেরত আসা জেলেরা হলেন-টেকনাফের শাহপরীরদ্বীপের শাহ আলম (২৮), আসমত উল্লাহ (১৮), আবদুস শুক্কুর (৩২), আবুল হোছন (৪৫), আয়ুব খান (৪৮), নুর হোছন (৪৫), মো. বেলাল (২৯), সলিম (৩৫), আবদুল কাদের (২৫), মো. হাশিম (৩৫), মো. হোছেন (২৮), মহি উদ্দিন (২৬), এনায়েত উল্লাহ (৩০), নুর হাফেজ (৪০), মো. ইয়াছিন (৩৫), আবদু রহিম (৪৪), হাছান আলী (৫৩), ওসমান গণি (৩০), মহেশখালী ইন্নামিন (২৭) এবং উখিয়ার আবদু শুক্কুর (৪৬)।

লে কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘২০ জেলে মাছ ধরার একপর্যায়ে সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমার জলসীমানায় ঢুকে পড়েছিল। এ কারণে মিয়ানমারের বিদ্রোহী আরকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। পরে আরকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগের মাধ্যমে আটক জেলেদের ফেরত আনা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে কক্সবাজারের টেকনাফের নাইক্ষ্যংছড়ির এলাকায় ২০ জেলেকে মিয়ানমার জলসীমানায় অনুপ্রবেশের অভিযোগে আটক করে। এই সময় দুটি ইঞ্জিনসহ ১৩টি হস্তচালিত কাঠের বোট জব্দ করে নিয়ে যায় তারা। পরে বিজিবি বিষয়টি অবগত হয়ে আটক জেলেদের ফেরত আনতে তৎপরতা শুরু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত