Ajker Patrika

চবিতে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চবিতে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস তরকারি বিক্রেতার খাঁচা থেকে আনুমানিক ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের পাশে পাহাড় থেকে নিয়ে আসা এক তরকারি বিক্রেতার খাঁচা থেকে এই মাংস উদ্ধার করা হয়। তবে তরকারি বিক্রেতা কৌশলে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বলেন, চাকসুর পাশে এক ব্যক্তি তরকারির খাঁচা নিয়ে সন্দেহজনক চলাফেরা করছিল। ছাত্ররা তাঁর খাঁচা তল্লাশি করলে ভেতরে তরকারির নিচে ছোট ছোট প্যাকেট করা আনুমানিক ১৫ কেজি ওজনের হরিণের মাংস পায়। পরে খবর পেয়ে মাংসগুলো প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। 

সহকারী প্রক্টর আরও বলেন, আমরা ধারণা করছি চাকসুর পেছনের পাহাড় থেকে হরিণ মেরে এই মাংস আনা হয়েছে। এর আগেও পাহাড় থেকে হরিণ, বড় শূকর, বনমোরগসহ বিভিন্ন প্রাণী শিকারের ঘটনা ঘটেছে। আমরা পুলিশকে খবর দিয়েছি। বন্যপ্রাণী আইনে ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বলা হয় বন্যপ্রাণীর স্বর্গরাজ্য। চারদিকে পাহাড়ে ঘেরা ২১০০ একরের এই ক্যাম্পাসের অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছপালা ও ঝোপঝাড়। এসব ঝোপঝাড়ে রয়েছে বানর, বন্য শূকর, শজারু, বনরুই, মায়া হরিণ, বিভিন্ন প্রজাতির সাপ, পাখিসহ তিন শতাধিক প্রাণীর অবাধ বিচরণ। তবে শিকারিদের কারণে এদের অস্তিত্ব অনেকটা হুমকির মুখে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত