Ajker Patrika

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু (২২) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি বেসরকারি প্রতিষ্ঠান দারাজে চাকরি করতেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা রাত সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

আরমানকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. রাজু জানান, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে পাপ্পুসহ কয়েকজন মিলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন তাঁরা। তখন পাপ্পু প্রস্রাব করার কথা বলে রাস্তার পাশে যান। সেখানে কিছুটা অন্ধকার ছিল। এর কয়েক মিনিট পরই অন্ধকার থেকে পাপ্পু ছিনতাইকারী, ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকে। তখন অন্যরা দৌড়ে এগিয়ে গেলে ৩-৪ জন ছিনতাইকারী সেখান থেকে দৌড়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে পাপ্পু।

রাজু আরও বলেন, ‘রাস্তার পাশে সেই অন্ধকার জায়গায় আরও কয়েকজনকে আক্রমণ করে ছিনতাইকারীরা। তাদের বাঁচানোর জন্য চিৎকার করেছিলেন পাপ্পু। তখনই ছিনতাইকারীরা তাঁর পায়ে ও মুখে ছুরিকাঘাত করে।’

নিহত পাপ্পুর বাবা মো. একরাম হোসেন বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠান দারাজে চাকরি করেন পাপ্পু। রাত্রিকালীন ডিউটি চলছিল তাঁর। আজ রাত ৯টার দিকে অফিসে যাওয়ার কথা ছিল। এ জন্য সারা দিন বাসায় ছিলেন।’

তিনি জানান, সন্ধ্যায় পাপ্পু তাঁর মানিব্যাগ থেকে ১০ টাকা নিয়ে বের হন। এর ১০ মিনিট পরই কাছে খবর আসে, ছিনতাইকারীরা পাপ্পুকে ছুরিকাঘাত করে আহত করেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত শমরিতা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।

একরাম হোসেন আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আন্ধারমানিক গ্রামে। পরিবার নিয়ে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় থাকেন। তিন ভাইবোনের মধ্যে পাপ্পু ছিল দ্বিতীয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই যুবককে হাসপাতালে আনা হয়। এরপর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত