Ajker Patrika

ধূমপান করায় কেন্দ্র ছাড়তে বাধ্য হলেন নৌকার প্রধান এজেন্ট

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে
আপডেট : ১৫ জুন ২০২২, ১৫: ১২
ধূমপান করায় কেন্দ্র ছাড়তে বাধ্য হলেন নৌকার প্রধান এজেন্ট

ধূমপান করায় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নৌকার প্রার্থীর প্রধান এজেন্ট আতিকুল্লাহ খোকনকে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন একজন পুলিশ কনস্টেবল। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার পরে নগরীর মডার্ন হাইস্কুল কেন্দ্রে থাকা চারটি ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন আরফানুল হক রিফাতের প্রধান নির্বাচনী এজেন্ট ও ব্যবসায়ী নেতা খোকন। এ সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার সঙ্গেও তিনি কথা বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে সীমা বের হওয়ার পরে ৩০ নম্বর কেন্দ্রের সামনে দাঁড়িয়ে খোকনসহ তাঁর সঙ্গে থাকা আরেকজন ধূমপান করতে থাকেন। এ সময় সেখানে থাকা কনস্টেবল তাঁকে উদ্দেশ্যে করে বলতে থাকেন, এখানে সিগারেট কেন খাচ্ছেন। বাইরে গিয়ে খান। এ সময় খোকন ওই কনস্টেবলকে কিছু বলতে চান। কনস্টেবল পরে আরও কিছু কথা বলতে থাকলে খোকনসহ অন্যরা ভোটকেন্দ্র থেকে বের হয়ে যান।

পরে ওই পুলিশ কনস্টেবল আজকের পত্রিকা’কে বলেন, ‘উনি কেন্দ্রের সামনে সিগারেট খাচ্ছিলেন। আমি তাঁকে নিষেধ করলাম। আমাকে বলল, উনি নৌকার প্রার্থীর প্রধান এজেন্ট। তখন আমি তাঁকে বললাম, আপনি যেই হোন না কেন, এখানে সিগারেট খাওয়া যাবে না। সিসি ক্যামেরা আছে।’

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

ওই কনস্টেবল বলেন, ‘ভোটকেন্দ্র ছাড়াও এটা তো স্কুল। এর এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া তো ঠিক না।’ 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত