Ajker Patrika

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­
Thumbnail image
প্রতীকী ছবি

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ বুধবার ও গতকাল এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রশিদ আহমদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে কমলনগর উপজেলা পরিষদ এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত রশিদের বাড়ি মাদারীপুর বলে জানা গেছে।

পাবনায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইয়াসিন পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া মহল্লার মুদি ব্যবসায়ী মো. মিলন হোসেনের ছেলে এবং পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

হবিগঞ্জের নবীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহমদ আলী সুমন (২১) নামে এক আরোহী নিহত হয়েছেন। আজ দুপুরে উপজেলার মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহমদ আলী বাহুবল উপজেলার চলিতাতলা গ্রামের ছুরাব উল্লার ছেলে।

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসের ধাক্কায় আমিনুল্লাহ কারিকার (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ দুপুরে সাতক্ষীরা খুলনা-মহাসড়কে ত্রিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের বাড়ি সাতক্ষীরার রসুলপুর এলাকায়। পাটকেলঘাটা থানার ওসি মাইনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত