Ajker Patrika

কর্ণফুলীতে মিয়ার হাট বৈশাখী মেলা আগামীকাল শুরু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলীতে মিয়ার হাট বৈশাখী মেলা আগামীকাল শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ারহাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা। স্থানীয় জমিদার আন্নর আলী খাঁর ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ধরে রাখতে দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার মেলা উদ্বোধন করা হবে। 

স্থানীয় লোকজন জানান, প্রায় ২০০ বছর ধরে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ দেখা দিয়েছে। মেলার ঐতিহ্য অনুযায়ী স্থানীয় পরিবারগুলো আত্মীয়-স্বজনদের দাওয়াত দিয়েছেন। 

মেলা উপলক্ষে বিবাহিত মেয়েরা স্বামী ও ছেলে-মেয়ে নিয়ে বেড়াতে আসেন বাবার বাড়ি। যারা দূরদূরান্তে থাকেন তাঁরাও আসার চেষ্টা করেন গ্রামে। মেলার সময় পরিবারগুলোতে ঘরে ঘরে ভাজা হয় মুড়ি, মুড়কি ও বিন্নি ধানের খই। তৈরি করা হয় বিভিন্ন পিঠাপুলি। ফলে বড়উঠান ইউনিয়নসহ আশপাশের এলাকার বিভিন্ন বাড়ি যেন ভরে ওঠে আত্মীয়স্বজনে। 

মেলায় সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বে রয়েছেন জমিদার আন্নর আলী খাঁর বংশধর সাজ্জাদ আলী খান মিঠু। তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী দুই দিনব্যাপী এই মেলা শুরু হয় বৈশাখের ৮ তারিখে। করোনার থাবায় চার বছর মেলাটি উদ্‌যাপন করতে না পারায় এবার প্রাচীন ঐতিহ্য জমিদার আন্নর আলী খাঁর এই বৈশাখী মেলায় দেশীয় সংস্কৃতির বিভিন্ন আয়োজন করা হয়েছে। এতে সবাই আমন্ত্রিত।’ 

মেলা পরিচালনা কমিটির প্রধান ও কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু বলেন, ‘এবারের মেলায় আগতদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণে উৎসাহিত করা হবে এবং পেনশন স্কিমে সরাসরি রেজিস্ট্রেশন ও অর্থ জমাদানের জন্যও থাকবে বুথ। এ ছাড়া বিনা মূল্যে ব্লাডও নির্ণয় করতে পারবেন দর্শনার্থীরা। বড়উঠানের এই মেলায় প্রশাসন সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।’ 

স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার মো. সেলিম উদ্দিন বলেন, ‘ছোটবেলা থেকেই এই মেলা দেখে আসছি। বন্ধু-বান্ধব নিয়ে অনেক মজা করতাম। করোনার কারণে কয়েক বছর মেলা উদ্‌যাপন হয়নি। এবার অনেক মজা করব। দূর-দুরন্ত বন্ধুদের মেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত