সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হিঙ্গুরি পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম মো. সুলতান (৩)। সে কুমিল্লার হোমনা থানার শাহাবুদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, গত মঙ্গলবার সকালে মাছ বিক্রেতা শাহাবুদ্দিন তার ছেলেকে কুমিরা বাজারে নিয়ে যায়। সে ছেলেকে পাশে বসিয়ে বাজারে মাছ বিক্রি করছিল। বাজারে মাছ বিক্রির কাজে ব্যস্ত থাকার ফাঁকে শাহাবুদ্দিনের ছেলে সুলতান হারিয়ে যায়।
দীর্ঘ খোঁজাখুঁজির পরও শিশু সুলতানের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজের চার দিন পর আজ শুক্রবার বিকেলে ৪ নম্বর ওয়ার্ড এলাকার শওকত চৌধুরীর বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় শিশু সুলতানের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। স্থানীয় লোকজন বিষয়টি তাকে জানানোর পর তিনি তাৎক্ষণিক তা সীতাকুণ্ড থানা-পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে পরিত্যক্ত ডোবা থেকে তারা শিশুটির মরদেহ উদ্ধার করেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে এসআই আমিরুল ইসলাম আরও জানান, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হিঙ্গুরি পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম মো. সুলতান (৩)। সে কুমিল্লার হোমনা থানার শাহাবুদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, গত মঙ্গলবার সকালে মাছ বিক্রেতা শাহাবুদ্দিন তার ছেলেকে কুমিরা বাজারে নিয়ে যায়। সে ছেলেকে পাশে বসিয়ে বাজারে মাছ বিক্রি করছিল। বাজারে মাছ বিক্রির কাজে ব্যস্ত থাকার ফাঁকে শাহাবুদ্দিনের ছেলে সুলতান হারিয়ে যায়।
দীর্ঘ খোঁজাখুঁজির পরও শিশু সুলতানের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজের চার দিন পর আজ শুক্রবার বিকেলে ৪ নম্বর ওয়ার্ড এলাকার শওকত চৌধুরীর বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় শিশু সুলতানের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। স্থানীয় লোকজন বিষয়টি তাকে জানানোর পর তিনি তাৎক্ষণিক তা সীতাকুণ্ড থানা-পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে পরিত্যক্ত ডোবা থেকে তারা শিশুটির মরদেহ উদ্ধার করেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে এসআই আমিরুল ইসলাম আরও জানান, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাজধানীর ধানমন্ডিতে প্রায় দেড় যুগ আগে প্রতিষ্ঠিত হয় পপুলার মেডিকেল কলেজ। অভিযোগ রয়েছে, মৌলিক শর্তগুলো পূরণ না করলেও আবেদনের পরিপ্রেক্ষিতে বছরের পর বছর এই চিকিৎসা মহাবিদ্যালয়ে শিক্ষাবর্ষ নবায়ন ও আসন বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। অথচ কলেজটি নিজস্ব জমি, অবকাঠামো, হাসপাতালে শয্যাসংখ্যাসহ ১০টির বেশি...
২ মিনিট আগেচট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৬ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৭ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৭ ঘণ্টা আগে