Ajker Patrika

সোমবার ডিপোর তিন মালিকের সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সোমবার ডিপোর তিন মালিকের সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি

চট্টগ্রামে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানটির তিন মালিকের সঙ্গে কথা বলবে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে গঠিত তদন্ত কমিটি। আজ কমিটির আহ্বায়ক  অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আজকের পত্রিকাকে মিজানুর রহমান বলেন, ‘তদন্তের কাজ আমরা গুছিয়ে এনেছি। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা শেষ! সোমবার মালিক পক্ষের সঙ্গে বসব। এরপর তাদের সঙ্গে কথা বলে এরপর প্রতিবেদন দাখিল করব।’

এক প্রশ্নের জবাবে কমিশনার মিজানুর রহমান বলেন, ‘বিএম কন্টেইনার ডিপোর মূল মালিকানায় তিনজন রয়েছেন। এর মধ্যে একজন হলেন ডিপোর চেয়ারম্যান নেদারল্যান্ডসের নাগরিক বার্ট ফ্রাঙ্ক, ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান এবং পরিচালক মুজিবুর রহমান। তাদের তিনজনকে আমরা সোমবার ডেকে জিজ্ঞাসাবাদ করব।’

প্রসঙ্গত, এর আগে শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে বিএম কন্টেইনার ডিপোর মাঝামাঝিতে দ্বিতীয় সারিতে থাকা একটি কন্টেইনারে আগুনের সূত্রপাত ঘটে। ওই কন্টেইনারে তৈরি পোশাক শিল্পের মালামাল ছিল। পরে খবর পেয়ে রাত ৯টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর ওই কন্টেইনারের পাশে থাকা হাইড্রোজেন পার অক্সাইডের একটি কন্টেইনার আগুনের তাপ লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের এখন পর্যন্ত সরকারি হিসেবে অনুযায়ী ৪৮ জন নিহত হয়েছেন। আহত আর অন্তত ১৪৬ জন।

এ ঘটনায় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ৭টি তদন্ত কমিটি গঠন করা হয়। এর মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় কমিশনার কার্যালয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি, পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন, বিস্ফোরক অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের এই কমিটিতে রাখা হয়। বাকি ৫টি কমিটির মধ্যে একটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, একটি বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস হাউস থেকে একটি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে একটি এবং অন্যটি বিএম ডিপো কর্তৃপক্ষ নিজে গঠন করেছেন। 

বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্ত কমিটিতে প্রথমে ৯ জন সদস্য ছিলেন। পরে আরও তিনজনকে যুক্ত করা হয়েছে। পরে এ তদন্তে মোট ১২ জন সদস্য কাজ করছেন। এই কমিটিকে প্রথমে ৫ কর্মদিবস সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে তদন্তকাজ শেষ করতে না পারায় তাদের আবেদনের প্রেক্ষিতে আরও ৫ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। আগামী রোববার তা শেষ হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত