সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে জোয়ারের পানিতে ভেসে যাওয়ার ১৯ ঘণ্টা পরও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। এ সময় তাঁর সঙ্গে থাকা দুই বন্ধু শাহাব উদ্দিন ও মহিউদ্দিন মহিবকে স্থানীয় জেলেরা নদীর তিন কিলোমিটার দূর থেকে উদ্ধার করেছেন।
নিখোঁজ যুবকের নাম আমির হোসেন (২৫)। তিনি উপজেলার চর জুবিলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী আহমদ চৌকিদারের ছেলে। তিনি এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের শিউলি একরাম বাজারসংলগ্ন বোয়ালখালী ঘাটে এ ঘটনা ঘটে। ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
নিখোঁজ আমির হোসেনের বড় ভাই সলিম উল্লাহ বলেন, বোয়ালখালী ঘাটের অদূরে উড়িরচর, জ্যাহিজ্জার চর, স্বর্ণদ্বীপসহ আশপাশের সম্ভাব্য স্থানে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তিনি মনে করেন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, কোস্ট গার্ড যদি উদ্ধার কাজে সহযোগিতা করে, তাহলে হয়তো তাঁর ছোট ভাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে।
স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় আমরা তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। নদীতে স্রোত বেশি থাকায় নৌকা নিয়ে খুঁজতে কিছুটা সমস্যা হচ্ছে।’
গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ১০-১২ জন বন্ধু মিলে চর জুবলি ইউনিয়ন থেকে মোহাম্মদপুর ইউনিয়নের শিউলি একরাম বাজারসংলগ্ন বোয়ালখালী ঘাটে মেঘনা নদীর পাড়ে যান আমির হোসেন। নদীতে তখন ভাটা থাকায় তিন বন্ধু হেঁটে নদীর পাড় থেকে প্রায় ১০০ মিটার দূরে যান। এমন সময় দুই দিক থেকে জোয়ার এলে তাঁরা তীরে ফিরতে না পেরে নদীতে ভেসে যান। পরে স্থানীয় জেলেরা দুজনকে জীবিত উদ্ধার করলেও আমির হোসেন নিখোঁজ হন।
নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে জোয়ারের পানিতে ভেসে যাওয়ার ১৯ ঘণ্টা পরও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। এ সময় তাঁর সঙ্গে থাকা দুই বন্ধু শাহাব উদ্দিন ও মহিউদ্দিন মহিবকে স্থানীয় জেলেরা নদীর তিন কিলোমিটার দূর থেকে উদ্ধার করেছেন।
নিখোঁজ যুবকের নাম আমির হোসেন (২৫)। তিনি উপজেলার চর জুবিলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী আহমদ চৌকিদারের ছেলে। তিনি এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের শিউলি একরাম বাজারসংলগ্ন বোয়ালখালী ঘাটে এ ঘটনা ঘটে। ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
নিখোঁজ আমির হোসেনের বড় ভাই সলিম উল্লাহ বলেন, বোয়ালখালী ঘাটের অদূরে উড়িরচর, জ্যাহিজ্জার চর, স্বর্ণদ্বীপসহ আশপাশের সম্ভাব্য স্থানে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তিনি মনে করেন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, কোস্ট গার্ড যদি উদ্ধার কাজে সহযোগিতা করে, তাহলে হয়তো তাঁর ছোট ভাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে।
স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় আমরা তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। নদীতে স্রোত বেশি থাকায় নৌকা নিয়ে খুঁজতে কিছুটা সমস্যা হচ্ছে।’
গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ১০-১২ জন বন্ধু মিলে চর জুবলি ইউনিয়ন থেকে মোহাম্মদপুর ইউনিয়নের শিউলি একরাম বাজারসংলগ্ন বোয়ালখালী ঘাটে মেঘনা নদীর পাড়ে যান আমির হোসেন। নদীতে তখন ভাটা থাকায় তিন বন্ধু হেঁটে নদীর পাড় থেকে প্রায় ১০০ মিটার দূরে যান। এমন সময় দুই দিক থেকে জোয়ার এলে তাঁরা তীরে ফিরতে না পেরে নদীতে ভেসে যান। পরে স্থানীয় জেলেরা দুজনকে জীবিত উদ্ধার করলেও আমির হোসেন নিখোঁজ হন।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩২ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৪ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে