Ajker Patrika

মাওলানা রইস হত্যা

চট্টগ্রামে সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ মে ২০২৫, ১৫: ২০
চট্টগ্রাম নগরীতে বিক্ষোভকারীদের পুলিশের ধাওয়া। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রাম নগরীতে বিক্ষোভকারীদের পুলিশের ধাওয়া। ছবি: আজকের পত্রিকা

ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে হত্যার প্রতিবাদে আজ সোমবার চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করা হয়েছে।

কর্মসূচি ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ পাল্টা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসব ঘটনায় কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাআত ও ইসলামী ছাত্রসেনার নেতা-কর্মীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ৯টার দিকে নগরের মুরাদপুর, বহদ্দারহাট, এ কে খান, অক্সিজেনসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন। এর মধ্যে মুরাদপুর মোড়ে একদল বিক্ষোভকারী সড়কে টায়ার জ্বালিয়ে দেন। তাঁরা রইস হত্যার প্রতিবাদে স্লোগান দেন। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিন দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ মুরাদপুর মোড় থেকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করে। ১০ মিনিট পর সেখানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সেই সঙ্গে তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

ধাওয়া খেয়ে বিক্ষোভকারীদের একটি অংশ মুরাদপুর-পাঁচলাইশ সড়ক ও আরেকটি অংশ বিপরীত প্রান্তের মুরাদপুর-অক্সিজেন সড়কসহ আশপাশের বিভিন্ন মার্কেট ও অলিগলিতে ঢুকে পড়েন। এর মধ্যে পাঁচলাইশে মির্জারপুর ও অক্সিজেন-হাটহাজারী সড়কে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পাল্টা জবাব দেয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের মাধ্যমে।

মাওলানা রইস হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
মাওলানা রইস হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বেলা ১১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা মুরাদপুর মোড়ে পৌঁছে তাঁরাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নেমে পড়েন। একপর্যায়ে পুলিশ অলিগলিসহ আশপাশের মার্কেটগুলোতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে। সাড়ে ১১টার দিকে পুলিশের একটি গাড়িতে করে আটক হওয়া ছয়জনকে ধরে নিয়ে যেতে দেখা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান সাংবাদিকদের বলেন, ‘সকাল থেকে তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। আমরা তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করি। কিন্তু তাঁরা সড়ক থেকে সরে না আসায় সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।’

এদিকে ওই ঘটনার পর বিক্ষোভকারীদের একটি অংশ বিবিরহাটসংলগ্ন রেলপথ অবরোধ করেন। তাঁরা দুপুর সাড়ে ১২টার পর সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে মুরাদপুর থেকে অক্সিজেন যাওয়ার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বেলা ১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী মিলে বিক্ষোভকারীদের ধাওয়া দেয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একদল যুবককেও লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দিতে দেখা যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘটনাস্থল থেকে আটক করা কয়েকজন। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থল থেকে আটক করা কয়েকজন। ছবি: আজকের পত্রিকা

একই ইস্যুতে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করা হয়। সেখানে কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

উল্লেখ, মাওলানা রইস হত্যার প্রতিবাদে কয়েক দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। গত শনিবার নগরের লালদীঘি মাঠে প্রতিবাদ সমাবেশ করা হয়। গতকাল রোববার ছিল মার্চ টু গাজীপুর কর্মসূচি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত