Ajker Patrika

চাল বিতরণে অনিয়ম, জেলেদের তোপের মুখে পালালেন প্রশাসক

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২৩: ২৪
চাল বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেন বঞ্চিত জেলেরা। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে। ছবি: আজকের পত্রিকা
চাল বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেন বঞ্চিত জেলেরা। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে। ছবি: আজকের পত্রিকা

জাটকা সংরক্ষণের ভর্তুকি হিসেবে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে ১ হাজার ৮০০ কার্ডধারী জেলের মধ্যে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউপি সদস্যরা জেলেপ্রতি আড়াই থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

জেলেরা বলছেন, চাল দিতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপজেলা যুবদলের সদস্য মো. হেলাল এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম ওই টাকা তুলেছেন।

এদিকে আজ শুক্রবার সকালে চাল দিতে গেলে বঞ্চিত জেলেরা বিক্ষোভ শুরু করেন। ওই সময় ওই ইউনিয়নের প্রশাসক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম পালিয়ে যান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাতুজ জামান, উপজেলা সেনাবাহিনীর কর্মরত টিম এবং থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে ২ হাজার ৩১৮ জন কার্ডধারী জেলে রয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার ৮০০ জেলের জন্য জনপ্রতি ৮০ কেজি হিসাবে ১৪৪ টন চাল বরাদ্দ দেয় সরকার। ইউপি সদস্যরা জেলেদের কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু টাকা নিয়ে প্রকৃত জেলে নয়, এমন লোকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করায় ক্ষোভ শুরু হয়।

চাল নিতে আসা বেশ কিছু কার্ডধারী স্বীকার করেন, বর্তমানে তাঁরা এ পেশায় নেই; কিন্তু টাকার বিনিময়ে চাল পাচ্ছেন।

ওই ইউনিয়নের ছিদ্দিক উল্লাহ, মাকছুদ, রহিম মাঝি, দেলওয়ার হোসেন ও মোকতার জানান, টাকার বিনিময়ে কৃষক, রিকশাচালক জেলে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। যাঁরা টাকা দেননি, তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। এসব অপকর্মের মূল হোতা কাশেম মেম্বার ও হেলাল মেম্বার। 

উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি রুহুল আমিন মাঝি বলেন, এ সমিতির ৮০ জন জেলে নিয়মিত নদীতে মাছ ধরেন। সরকারের নিষেধাজ্ঞা মেনে তাঁরা এখন নদীতে নামছেন না। কিন্তু তাঁরা কেউ চাল পাননি। যাঁরা মোটা অঙ্কের টাকা দিয়েছেন, তাঁরা চাল পেয়েছেন।

জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবদলের সদস্য মো. হেলাল মেম্বার কোনো কথা বলতে রাজি হননি।

সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘চাল বিতরণ শুরু করলে হঠাৎ জেলেরা বিক্ষোভ শুরু করে পরিষদের দিকে আসছিলেন। পরে নিরাপত্তার স্বার্থে আমি সরে গিয়েছি।’

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, জেলেদের তালিকা তৈরিতে কোনো অনিয়ম হয়েছে কি না, তিনি জানেন না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহাতুজ জামান বলেন, ‘২ হাজার ৩১৮ জেলের বিপরীতে আমরা ওই ইউনিয়নে ১ হাজার ৮০০ জেলের মধ্যে চাল বিতরণ করছি। কিন্তু যাঁরা পাননি, তাঁদের মধ্যে একটু তো ক্ষোভ থাকবেই। জেলেদের তালিকা তৈরিতে কোনো অনিয়ম হয়ে থাকলে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল চাঁদপুরের ষাটনল থেকে রামগতির আলেকজান্ডার এলাকা পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নদীতে জেলেরা যাতে না নামে, সে জন্য এ দুই মাস তাঁদের সহায়তার জন্য ৮০ কেজি করে ভিজিএফ চালের বরাদ্দ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় ঈদগাহে যাবেন না রাষ্ট্রপতি, ঈদুল ফিতরের নামাজ পড়বেন বঙ্গভবনে

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

অগ্নিবীণা এক্সপ্রেসে অবৈধ যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ

চট্টগ্রামে দুই খুন: পুলিশের কাছে গিয়ে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন হতাহতরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত