Ajker Patrika

দেশে পৌঁছেছে পদ্মাসেতু রেল প্রকল্পের ১৫ কোচ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ২২: ০৫
দেশে পৌঁছেছে পদ্মাসেতু রেল প্রকল্পের ১৫ কোচ

পদ্মাসেতু রেল প্রকল্পের ১০০টি কোচের মধ্যে ১৫টি দেশে পৌঁছেছে। চীন থেকে আসা ওই সব কোচ আজ রোববার চট্টগ্রাম বন্দর থেকে রেলওয়ের ওয়ার্কশপে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পদ্মাসেতু রেল প্রকল্পের প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) তাবাচ্ছুম বিনতে ইসলাম। 

তাবাচ্ছুম বিনতে ইসলাম বলেন, প্রথম ধাপে ১৫টি কোচ পেয়েছি। ওই সব কোচ চট্টগ্রাম থেকে সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে নিয়ে যাওয়া হবে। এরপর সেগুলো ঢাকায় পাঠানো হবে। পরবর্তীতে কোচগুলো দিয়ে পদ্মাসেতু রেলপথে যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা হবে। 

প্রধান যন্ত্র প্রকৌশলী আরও বলেন, ২০২৩ সালের জুনের মধ্যে বাকি কোচগুলো পেয়ে যাব। 

জানা গেছে, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত