Ajker Patrika

মাটিরাঙ্গায় নিখোঁজের চার দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
মাটিরাঙ্গায় নিখোঁজের চার দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজের চার দিন পর মো. ফারুক হোসেন (১৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের মথুমগ পাড়া এলাকায় পাহাড়ের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. ফারুক হোসেন মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। 

নিহতের স্বজনরা জানান, গত বুধবার বিকেলের দিকে দুজন যাত্রী নিয়ে মাটিরাঙ্গা আসার পর ফারুক আর বাড়ি ফেরেননি। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। তাঁকে হত্যা করা হয়েছে দাবি করেন তাঁরা। 

মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত