কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য মো. হায়দার আলী বলেছেন, র্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কারও বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ছাত্রত্ব এবং আবাসিক হলের সিট বাতিল করা হবে।
গতকাল বুধবার নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে এসব কথা বলেন উপাচার্য মোহাম্মদ হায়দার আলী।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে রোববার (২৭ অক্টোবর) নতুন ব্যাচ আসবে। এসে যদি র্যাগিংয়ের মতো জিনিসের শিকার হতে হয়, তাদের তা কোনোভাবেই কাম্য না। আমরা আজ ছাত্র পরামর্শক, একাডেমিক কাউন্সিল এবং প্রতিটি হল প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমরা প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে বলেছি, তাঁরা যেন নতুন শিক্ষার্থীদের কোনো সিনিয়র শিক্ষার্থী বা কারও তত্ত্বাবধানে দিয়ে বিভাগ ত্যাগ না করেন। পাশাপাশি প্রতিটি হল প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে।’
র্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে উল্লেখ করে হায়দার আলী বলেন, ‘কারও বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ছাত্রত্ব এবং আবাসিক হলের সিট বাতিল করা হবে।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে কুবি উপাচার্য বলেন, ‘নবীন শিক্ষার্থীদের একটি নির্দেশনাপত্র দেওয়া হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের নাম ও মোবাইল নম্বর দেওয়া থাকবে। তাদের নির্দেশনা দিয়ে দেওয়া হবে, যেন তারা কোথাও কারও দ্বারা হয়রানির শিকার হলে সরাসরি জানায়।’
আগামী ২৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য মো. হায়দার আলী বলেছেন, র্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কারও বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ছাত্রত্ব এবং আবাসিক হলের সিট বাতিল করা হবে।
গতকাল বুধবার নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে এসব কথা বলেন উপাচার্য মোহাম্মদ হায়দার আলী।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে রোববার (২৭ অক্টোবর) নতুন ব্যাচ আসবে। এসে যদি র্যাগিংয়ের মতো জিনিসের শিকার হতে হয়, তাদের তা কোনোভাবেই কাম্য না। আমরা আজ ছাত্র পরামর্শক, একাডেমিক কাউন্সিল এবং প্রতিটি হল প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমরা প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে বলেছি, তাঁরা যেন নতুন শিক্ষার্থীদের কোনো সিনিয়র শিক্ষার্থী বা কারও তত্ত্বাবধানে দিয়ে বিভাগ ত্যাগ না করেন। পাশাপাশি প্রতিটি হল প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে।’
র্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে উল্লেখ করে হায়দার আলী বলেন, ‘কারও বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাঁর ছাত্রত্ব এবং আবাসিক হলের সিট বাতিল করা হবে।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে কুবি উপাচার্য বলেন, ‘নবীন শিক্ষার্থীদের একটি নির্দেশনাপত্র দেওয়া হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের নাম ও মোবাইল নম্বর দেওয়া থাকবে। তাদের নির্দেশনা দিয়ে দেওয়া হবে, যেন তারা কোথাও কারও দ্বারা হয়রানির শিকার হলে সরাসরি জানায়।’
আগামী ২৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে তাঁরা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে সহকারী প্রকৌশলী পদেও বিএসসি প্রকৌশলীদের আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানান।
১ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়ায় যুব মহিলা লীগের নেতা রুবি বিশ্বাসকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বোরবার (২৭ জুলাই) রাতে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেপাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হেরে গেল যশোরের স্কুলছাত্রী ফারিহা সুলতানা (১৩)। আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফারিহার চাচা গোলাম রসূল।
১৮ মিনিট আগেঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে (২৫) হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
২৬ মিনিট আগে