Ajker Patrika

বাঞ্ছারামপুরে ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১০: ৫০
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ১০টি ইউনিয়নের ৯ টিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। গতকাল রোববার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচিতরা হলেন-তেঁজখালী ইউনিয়নের একে. এম শহিদুল হক, রূপসদী ইউনিয়নের আ. হাকিম, ফরদাবাদ ইউনিয়নের রাশেদুল ইসলাম রাশেদ, দরিকান্দি ইউনিয়নের শফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর সদরের আব্দুর রহিম, পাহাডিয়াকান্দি ইউনিয়নের গাজিউর রহমান, মানিকপুর ইউনিয়নের ফরিদ উদ্দিন আহমেদ, সোনারামপুর ইউনিয়নে মো. শাহিন মিয়া ও সলিমাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জালাল মিয়া। 

ভোট দিতে গিয়েছেন ১০৭ বছর বয়সী বৃদ্ধ মো. ফিরোজজানা যায়, বাঞ্ছারামপুরে মোট কেন্দ্র রয়েছে ১০৮ টি। সেগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ, র‍্যাব, আনসার, ভিজিবি মোতায়েন করা করা হয়েছে। ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল সন্তোষজনক। তবে কিছু কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। 

বাঞ্ছারামপুর সদর (পশ্চিম) ইউনিয়নের ১০৭ বছর বয়সী বৃদ্ধ মো. ফিরোজ আজকের পত্রিকা বলেন, এমন সহজ ভোট আমরা কখনো দেওয়া হয়নি। গতকাল প্রথম এমন ভোট দিলাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত