Ajker Patrika

কুমিল্লার ১৭ ইউপিতে চলছে ভোট, শীতে ভোটারদের সরব উপস্থিতি

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১১: ০৩
কুমিল্লার ১৭ ইউপিতে চলছে ভোট, শীতে ভোটারদের সরব উপস্থিতি

ঘন কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে কুমিল্লার ৫ উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন তাঁরা। কুয়াশা ও শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারের সংখ্যা। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 
 
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুমিল্লার পাঁচটি উপজেলার মধ্যে নাঙ্গলকোটের আটটি, লাকসামের তিনটি, লালমাই উপজেলার দুটি, বরুড়ার দুটি ও দাউদকান্দি উপজেলার দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ১৭টি ইউপির ভোটকেন্দ্র রয়েছে ১৪৪ টি। মোট ভোটার ২ লাখ ৭৮ হাজার ৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৫০২ জন, মহিলা ভোটার ১ লাখ ৬৬ হাজার ৫৫৬ জন। এই ১৭ ইউনিয়নে ৫৭ জন চেয়ারম্যান পদে, ৫৫২ জন সাধারণ আসনে ও সংরক্ষিত আসনে ১২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

পুলিশ, আনসার ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৩ হাজার সদস্য নির্বাচনে নিয়োজিত রয়েছেন। তা ছাড়া মাঠে রয়েছে জেলা প্রশাসনের ৩০ জন ম্যাজিস্ট্রেট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত