Ajker Patrika

মতলব দক্ষিণে বাজারে আগুন, পুড়ে গেল ১৭ দোকান

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শুক্রবার সকালে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক সংলগ্ন এলাকায়। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শুক্রবার সকালে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক সংলগ্ন এলাকায়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আজ শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কসংলগ্ন এই বাজারে আগুন লাগে।

স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম ও যুবায়ের জানান, সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে বাজারের নবীর নামের এক ব্যক্তির হার্ডওয়্যারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে অন্তত ১৭ দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে আগুনে মালামালসহ দোকান পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত একজন কান্নায় ভেঙে পড়েন। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে আগুনে মালামালসহ দোকান পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত একজন কান্নায় ভেঙে পড়েন। ছবি: আজকের পত্রিকা

আগুনে বেশি ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো নবীরের হার্ডওয়্যারের দোকান, শরীফের রঙের দোকান, অনিলের ফার্মেসি, গণেশের স্বর্ণের দোকান, মুক্তার হোসেনের হার্ডওয়্যারের দোকান, আলমের মুদি দোকান, ফারুকের টিনের দোকান, রহিমের ফার্মেসি ও কুমিল্লা মিষ্টান্ন ভান্ডার। এ ছাড়া বাকি দোকানগুলোর আংশিক পুড়েছে।

চাঁদপুর উত্তর উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক মতলব দক্ষিণ ও চাঁদপুর সদরের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতি পরিমাণ বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত