Ajker Patrika

ন্যায্য মজুরি, ঈদ বোনাসের দাবিতে সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের মানববন্ধন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
সীতাকুণ্ডে ন্যায্য মজুরি, ঈদ বোনাস ও বেতন-ভাতার দাবিতে জাহাজভাঙা কারখানার শ্রমিকেরা মানববন্ধন করেছেন। ছবি: আজকের পত্রিকা
সীতাকুণ্ডে ন্যায্য মজুরি, ঈদ বোনাস ও বেতন-ভাতার দাবিতে জাহাজভাঙা কারখানার শ্রমিকেরা মানববন্ধন করেছেন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ন্যায্য মজুরি, ঈদ বোনাস ও বেতন-ভাতার দাবিতে জাহাজভাঙা কারখানার শ্রমিকেরা মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের হাফিজ জুট মিল গেটে এই মানববন্ধন হয়। শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা তপন দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম চৌধুরী, বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. আলী, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. ইদ্রিছ, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন এবং বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের শ্রমিক নেতা মাহবুব ভান্ডারি। সঞ্চালনা করেন সদস্যসচিব ফজলুল কবির মিন্টু।

বক্তারা বলেন, জাহাজভাঙা শ্রমিকেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। ২০১৮ সালে ঘোষিত নিম্নতম মজুরি আজও বাস্তবায়িত হয়নি। ইতিমধ্যে ছয় বছর পার হয়ে যাওয়ায় শ্রম আইন অনুযায়ী নতুন মজুরি বোর্ড গঠন করা সময়ের দাবি। তাঁরা অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন করে মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান।

বক্তারা আরও বলেন, ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা প্রদান এবং ৩১ মের মধ্যে মে মাসের পূর্ণ বেতন পরিশোধ করতে মালিকপক্ষকে আহ্বান জানানো হয়। তাঁরা বিষয়টি সমাধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

জাহাজভাঙা শিল্পাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবি জানিয়ে বক্তারা বলেন, শ্রমিকদের আয় দিয়ে বর্তমানে জীবন যাপন করা ক্রমেই দুরূহ হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ন্যায্যমূল্যে রেশনিং-ব্যবস্থা চালু এবং শ্রমিক অধ্যুষিত এলাকায় ন্যায্যমূল্যের দোকান স্থাপনের লক্ষ্যে আসন্ন বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত