রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় তাঁর ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছৈয়দুরখীল গ্রামের ফজলা বাপের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমির হোসেন (৬৫) ও তাঁর স্ত্রী জুলেখা বেগম (৫৫)। নিহত আমির হোসেন ওই এলাকার আবদুল নবীর ছেলে এবং তিনি পেশায় একজন কৃষক। আহত ছেলের নাম জসিম উদ্দিন (৩৫)। তিনি আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মোনাফ জানান, রাত ১০টার দিকে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র হাতে একদল সন্ত্রাসী ছৈয়দুরখীল গ্রামের ফজলা বাপের বাড়ির বৃদ্ধ আমির হোসেনের বাড়িতে অতর্কিত হামলা করে। তাঁরা বৃদ্ধ আমির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাঁকে বাঁচাতে তাঁর স্ত্রী জুলেখা ও ছেলে জসিম উদ্দিন এগিয়ে এলে তাঁদেরকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
তাঁদের উদ্ধার করে রাত ১১টার দিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু একই দিন দিবাগত রাত ৩টার দিকে বৃদ্ধ আমির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় বৃদ্ধ আমির হোসেনের স্ত্রী জুলেখা বেগমও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁদের ছেলে জসিম উদ্দিন এখনো চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধের আরেক ছেলে সাইফুল আলম একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে ইতিপূর্বে যুক্ত ছিলেন। তিনি উকিল হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। ওই ঘটনায় পুলিশের হাতে তিনি ২০১৮ সালের ৫ অক্টোবর ২টি পিস্তল, ৩টি বন্দুক, ৩টি এলজি, ২টি পাইপগান ও ২৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হয়েছিলেন। অন্যদিকে নিহত উকিল সন্ত্রাসী তোফায়েল গ্রুপের প্রধান তোফায়েলের বড় ভাই ছিলেন। বড় ভাইকে হত্যার বদলা নিতেই সন্ত্রাসী তোফায়েল গ্রুপ পরিকল্পিতভাবে সাইফুলের পরিবারের ওপর এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক আলী আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীরা পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এতে স্বামী-স্ত্রী ২ জন চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা গেছেন। পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে।’
সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সরফভাটার চিহ্নিত কিছু সন্ত্রাসী গ্রুপের কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তারা স্থানীয়দের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়, একাধিক ডাকাতি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে চলেছে। তাঁদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। প্রশাসনকে বারবার অবহিত করার পরও তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। বিষয়টি দুঃখজনক। এই সন্ত্রাসী গ্রুপকে আইনের আওতায় আনতে আমি উর্ধতন কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করছি।’
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় তাঁর ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছৈয়দুরখীল গ্রামের ফজলা বাপের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমির হোসেন (৬৫) ও তাঁর স্ত্রী জুলেখা বেগম (৫৫)। নিহত আমির হোসেন ওই এলাকার আবদুল নবীর ছেলে এবং তিনি পেশায় একজন কৃষক। আহত ছেলের নাম জসিম উদ্দিন (৩৫)। তিনি আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মোনাফ জানান, রাত ১০টার দিকে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র হাতে একদল সন্ত্রাসী ছৈয়দুরখীল গ্রামের ফজলা বাপের বাড়ির বৃদ্ধ আমির হোসেনের বাড়িতে অতর্কিত হামলা করে। তাঁরা বৃদ্ধ আমির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাঁকে বাঁচাতে তাঁর স্ত্রী জুলেখা ও ছেলে জসিম উদ্দিন এগিয়ে এলে তাঁদেরকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
তাঁদের উদ্ধার করে রাত ১১টার দিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু একই দিন দিবাগত রাত ৩টার দিকে বৃদ্ধ আমির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় বৃদ্ধ আমির হোসেনের স্ত্রী জুলেখা বেগমও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁদের ছেলে জসিম উদ্দিন এখনো চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধের আরেক ছেলে সাইফুল আলম একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে ইতিপূর্বে যুক্ত ছিলেন। তিনি উকিল হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। ওই ঘটনায় পুলিশের হাতে তিনি ২০১৮ সালের ৫ অক্টোবর ২টি পিস্তল, ৩টি বন্দুক, ৩টি এলজি, ২টি পাইপগান ও ২৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হয়েছিলেন। অন্যদিকে নিহত উকিল সন্ত্রাসী তোফায়েল গ্রুপের প্রধান তোফায়েলের বড় ভাই ছিলেন। বড় ভাইকে হত্যার বদলা নিতেই সন্ত্রাসী তোফায়েল গ্রুপ পরিকল্পিতভাবে সাইফুলের পরিবারের ওপর এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক আলী আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীরা পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এতে স্বামী-স্ত্রী ২ জন চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা গেছেন। পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে।’
সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সরফভাটার চিহ্নিত কিছু সন্ত্রাসী গ্রুপের কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তারা স্থানীয়দের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়, একাধিক ডাকাতি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে চলেছে। তাঁদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। প্রশাসনকে বারবার অবহিত করার পরও তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। বিষয়টি দুঃখজনক। এই সন্ত্রাসী গ্রুপকে আইনের আওতায় আনতে আমি উর্ধতন কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করছি।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে