Ajker Patrika

নৌকার মনোনয়ন পেতে গর্জনিয়ার ৮ চেয়ারম্যান পদপ্রার্থী ঢাকায়

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১২: ০১
Thumbnail image

আগামী ১১ নভেম্বর কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন এই নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেতে ঢাকায় অবস্থান করছেন আট প্রার্থী। তাঁরা জোর তদবির করেছেন হাইকমান্ডের দ্বারে দ্বারে।

জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা জেলা ও উপজেলার দলের শীর্ষ নেতাদের নিয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। 

এদিকে শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয় লাভ করেছিলেন। তবে এবার তিনিসহ নৌকা প্রতীকের জন্য আটজন প্রার্থী জোর লবিং করছেন বলে একটি সূত্র জানিয়েছে। সূত্রে জানা যায়, তাঁদের মধ্যে এমন অনেক প্রার্থী রয়েছেন, যাঁরা নৌকা প্রতীক না পেলে নির্বাচন করবেন না। 

এদিকে ইউপি নির্বাচনের দলীয় ফরম সংগ্রহ করেছেন গতবার নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মেম্বার, সাবেক সভাপতি বাবুল চৌধুরী, জেলা ছাত্রলীগের নেতা ও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের নেতা ইয়াহিয়া চৌধুরী, ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের বর্তমান নেতা ইস্কান্দর মির্জা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ূন কবির চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান। 

এ ইউনিয়নে একবারের চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সৈয়দ নজরুল ইসলাম, হাফিজুল ইসলাম চৌধুরী, ইয়াহিয়া চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী, মিজানুর রহমান ও ইস্কান্দার মির্জা কক্সবাজারের জনপ্রিয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের আস্থাভাজন হিসেবে পরিচিত। তবে জেলা-উপজেলায় ভালো সাংবাদিক হিসেবে পরিচিত প্রতিভাধর ও তরুণ সমাজসেবক হাফিজুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীক পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। ঢাকা থেকে মোবাইল ফোনে জানতে চাইলে এমনটি তিনি জানিয়েছেন। 

অপরদিকে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ কমলের বড় ভাই সোহেল সরওয়ার কাজলের আস্থাভাজন হিসেবে পরিচিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মেম্বার, সাবেক সভাপতি বাবুল চৌধুরী নৌকা পাবেন এমন প্রত্যাশা করছেন তাঁরা। তবে যে প্রার্থীই নৌকা প্রতীক পাবেন, তাঁর পক্ষে কাজ করার ঘোষণাও দিয়েছেন তাঁরা। কিন্তু মাঠ পর্যায়ের ভোটাররা এখন শুধু খবর নিচ্ছেন আটজনের মধ্যে সর্বশেষ কে হচ্ছেন নৌকার মাঝি। 

গত শনিবার থেকে সুসংবাদের অপেক্ষায় রয়েছেন যাঁর যাঁর সমর্থকেরা এবং গর্জনিয়া ইউনিয়নের ভোটাররা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত