Ajker Patrika

জুয়ায় হেরে ১০ টন রড বিক্রি, ট্রাকের চালক-সহকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জুয়ায় হেরে ১০ টন রড বিক্রি, ট্রাকের চালক-সহকারী গ্রেপ্তার

সীতাকুণ্ডের শীতলপুর আবুল খায়ের স্টিলমিল থেকে ১৩ টন লোহার রড ট্রাকে করে পৌঁছে দেওয়ার কথা ছিল বরিশাল জেলার হাটখোলায়। তবে তা না পৌঁছানোয় অভিযান চালায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার নাজমুল হাসানের নেতৃত্বে শনিবার রাতে ঝালকাঠি জেলার নলছিটি এলাকা থেকে ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত দুজন হলেন—ট্রাক চালক মো. বেলাল হোসেন, হেলপার আরিফুর রহমান। তবে তাঁদের কাছে মাত্র সাড়ে তিন টন রড পাওয়া গেছে। 

জানা যায়, গত ১৪ জুলাই তাঁরা সীতাকুণ্ডের শীতলপুর আবুল খায়ের স্টিলমিল থেকে ট্রাকে ১৩ টন রড নিয়ে যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর গাড়িটি মাঠে পার্কিং করে চালক ও হেলপার জুয়া খেলার অংশ নেয়। জুয়া খেলে সব টাকা হারিয়ে মাত্র ১৬ হাজার টাকায় ১০ টন রড বিক্রি করে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত