Ajker Patrika

উপজেলা চেয়ারম্যানকে স্বেচ্ছাসেবক লীগ থেকে বহিষ্কার 

কক্সবাজার প্রতিনিধি
উপজেলা চেয়ারম্যানকে স্বেচ্ছাসেবক লীগ থেকে বহিষ্কার 

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলকে দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় এই ব্যবস্থা নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, আগামী ১২ জুন অনুষ্ঠেয় কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন কায়সারুল হক জুয়েলের বড় ভাই মাসেদুল হক রাশেদ। তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। রাশেদ জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক। 

অবশ্য কায়সারুল হক জুয়েল গতকাল বৃহস্পতিবার তাঁর ফেসবুক পেজ থেকে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। জুয়েল এর আগে স্বেচ্ছাসেবক লীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বহিষ্কার সম্পর্কে কায়সারুল হক জুয়েল বলেন, ‘আমি তো ৩ দিন আগে পদত্যাগ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত