কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সামরিক শাখার কমান্ডারসহ ছয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হাফেজ নূর মোহাম্মদ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। তিনি আরসার সামরিক কমান্ডার বলে র্যাব জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, হাফেজ নূর মোহাম্মদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মানব পাচার ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
মো. আবু সালাম চৌধুরী বলেন, শুক্রবার রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকার গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কিছু সদস্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরসার কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে আটক করা হয়। পরে হাফেজ নূর মোহাম্মদের দেওয়া তথ্যে আরসার আরও পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
সহকারী পরিচালক জানান, অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য শনিবার সকালে র্যাব ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সামরিক শাখার কমান্ডারসহ ছয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হাফেজ নূর মোহাম্মদ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। তিনি আরসার সামরিক কমান্ডার বলে র্যাব জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, হাফেজ নূর মোহাম্মদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মানব পাচার ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
মো. আবু সালাম চৌধুরী বলেন, শুক্রবার রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকার গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কিছু সদস্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরসার কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে আটক করা হয়। পরে হাফেজ নূর মোহাম্মদের দেওয়া তথ্যে আরসার আরও পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
সহকারী পরিচালক জানান, অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য শনিবার সকালে র্যাব ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
২ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
২ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
২ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
২ ঘণ্টা আগে