ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শরীয়তনগর এলাকার আলাই মিয়ার পাঁচ তলা ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর হয়। এ ঘটনার পর সংকটাপন্ন অবস্থায় থাকা আরেক ছেলে জয় (৯)। দুই ছেলে ও স্বামীকে হারিয়ে একা হয়ে গেলেন এই অগ্নিকাণ্ডে বেঁচে যাওয়া রেখা বেগম।
আজ রোববার সকাল ৯টায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে জয় মারা যায় বলে তার চাচা শরীফ হোসেন নিশ্চিত করেছেন।
এর আগে জয়ের বাবা মুকবুল হোসেন (৪০) ও তার ছোট ভাই জুবায়ের (৭) মারা যায়। বেঁচে আছেন কেবল মুকবুল হোসেনের স্ত্রী রেখা বেগম। অগ্নিদগ্ধ হওয়ার কারণে তিনিও এখন চিকিৎসাধীন। এরই মধ্যে রেখা বেগম মৃত সন্তান প্রসব করেন।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাত সোয়া ১০টায় আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শরীয়তনগর এলাকার আলাই মিয়ার পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লাগে। নিচতলার একটি বাসায় স্ত্রী ও দুই ছেলে নিয়ে ভাড়া থাকতেন মকবুল হোসেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসার ভেতর থেকে মকবুল হোসেনের ছোট ছেলে জুবায়েরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দগ্ধ মকবুল ও তার স্ত্রী রেখা বেগম এবং বড় ছেলে জয়কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। পরে ২৫ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মকবুলের মৃত্যু হয়। মুকবুল হোসেন শরীফপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
আশুগঞ্জ থানা-পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। সিলিন্ডারের সুইচ দেওয়ার অনেক পর দিয়াশলাই জ্বালানোয় আগুন ধরে এই বিস্ফোরণ ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শরীয়তনগর এলাকার আলাই মিয়ার পাঁচ তলা ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর হয়। এ ঘটনার পর সংকটাপন্ন অবস্থায় থাকা আরেক ছেলে জয় (৯)। দুই ছেলে ও স্বামীকে হারিয়ে একা হয়ে গেলেন এই অগ্নিকাণ্ডে বেঁচে যাওয়া রেখা বেগম।
আজ রোববার সকাল ৯টায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে জয় মারা যায় বলে তার চাচা শরীফ হোসেন নিশ্চিত করেছেন।
এর আগে জয়ের বাবা মুকবুল হোসেন (৪০) ও তার ছোট ভাই জুবায়ের (৭) মারা যায়। বেঁচে আছেন কেবল মুকবুল হোসেনের স্ত্রী রেখা বেগম। অগ্নিদগ্ধ হওয়ার কারণে তিনিও এখন চিকিৎসাধীন। এরই মধ্যে রেখা বেগম মৃত সন্তান প্রসব করেন।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাত সোয়া ১০টায় আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শরীয়তনগর এলাকার আলাই মিয়ার পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লাগে। নিচতলার একটি বাসায় স্ত্রী ও দুই ছেলে নিয়ে ভাড়া থাকতেন মকবুল হোসেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসার ভেতর থেকে মকবুল হোসেনের ছোট ছেলে জুবায়েরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দগ্ধ মকবুল ও তার স্ত্রী রেখা বেগম এবং বড় ছেলে জয়কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। পরে ২৫ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মকবুলের মৃত্যু হয়। মুকবুল হোসেন শরীফপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
আশুগঞ্জ থানা-পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। সিলিন্ডারের সুইচ দেওয়ার অনেক পর দিয়াশলাই জ্বালানোয় আগুন ধরে এই বিস্ফোরণ ঘটে।
‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
৫ মিনিট আগেআবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
৩১ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
৩৫ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
৩৯ মিনিট আগে